ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘ভিসি নাসিরউদ্দিনের পদত্যাগই একমাত্র সমাধান’

প্রকাশিত: ১১:২৯, ২৫ সেপ্টেম্বর ২০১৯

‘ভিসি নাসিরউদ্দিনের পদত্যাগই একমাত্র সমাধান’

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ॥ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের অপসারণের এক দফা এক দাবি নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ষষ্ঠ দিনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সংবাদ-সম্মেলন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ভিসির বিরুদ্ধে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ শুরুর আগেই আড়াই কোটি টাকা নির্মাণ ব্যয় দেখানো, তুচ্ছ বিষয়ে শিক্ষার্থীদের শোকজসহ অকথ্য ভাষায় গালিগালাজ ও অন্যায়ভাবে ৮ জনকে বহিষ্কার, তুচ্ছ বিষয়ে অভিভাবকদের ডেকে এনে অপমান ও গালিগালাজ, ভিসি কোটার নামে ভর্তি-বাণিজ্য ও জালিয়াতি, মাত্রাতিরিক্ত ভর্তি-ফি ও সেমিস্টার-ফি, উন্নয়নমূলক কাজে তীব্র অনীহার কারণে কেন্দ্রীয় শহীদ মিনার, ক্যাফেটারিয়া, অডিটোরিয়াম বা টিএসসির মতো কোন অবকাঠামো তৈরি না করা, বৃক্ষরোপণ ও গোবর বাণিজ্য, চাকরির প্রলোভন দিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপন, বঙ্গবন্ধুর আদর্শকে খাটো করে দেখা, ১৫ আগস্ট সঠিকভাবে পালন না করা, এখতিয়ার বহির্ভূত বিষয়ে হস্তক্ষেপ করা, মেধাবীদের বাদ দিয়ে ইউজিসির নিয়ম-বহির্ভূতভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ও অধিকতর কম সিজিপিএ-ধারীদের নিয়োগ দেয়াসহ ১৪ দফা অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ দাবি করে সংবাদ-সম্মেলনে শিক্ষার্থীরা বলেছে, ভিসি নাসিরউদ্দিনের পদত্যাগই এর একমাত্র সমাধান। ইউজিসির তদন্ত কমিটি ॥ স্টাফ রিপোর্টার জানান, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণ খতিয়ে দেখতে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে মঙ্গলবার কমিশন তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে। ইউজিসির সদস্য অধ্যাপক আলমগীর হোসেনকে কমিটির প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোঃ কামাল হোসেন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক মৌলি আজাদ। বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ॥ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। কমিশনের প্রবেশ মুখে এ ম্যুরাল স্থাপন করা হয়। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। উদ্বোধন শেষে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যরা ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইউজিসি প্রতিষ্ঠার পথিকৃৎ জাতির পিতার ম্যুরাল নির্মাণের কাজ এ বছরের এপ্রিলে শুরু হয়। ১৩ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের এ ম্যুরালটি টাইলস দিয়ে তৈরি করা হয়েছে।
×