ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্ল্যাকহোল ঘিরে বিরাট সৌরজগত

প্রকাশিত: ১১:১৮, ২৫ সেপ্টেম্বর ২০১৯

ব্ল্যাকহোল ঘিরে বিরাট সৌরজগত

বিজ্ঞানীরা নতুন এক তথ্য জানিয়েছেন। মহাকাশে এমন কিছু গ্রহের সন্ধান তারা পেয়েছেন, যেগুলো অনেক বড় সৌরজগত তৈরি করে। আর সেসব সৌরজগত বিশাল সব ব্ল্যাকহোলের চারপাশে ঘুরে বেড়ায়। বিজ্ঞানীরা বলে আসছেন, কোন নক্ষত্রের চারপাশে ধুলাবালি আর গ্যাসের কু-লী মিলেমিশেই এক পর্যায়ে গ্রহ তৈরি হয়। তবে এখন নতুন গবেষণায় জানা গেছে, সেসব ধুলার মেঘ একইভাবে বিশাল ভরের ব্ল্যাকহোলের চারপাশেও ঘুরে বেড়াতে পারে। এমনকি একটি বিশাল ব্ল্যাকহোলকে কেন্দ্র করে ১০ হাজারের মতো গ্রহ ঘুরপাক খায় বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। এতে করে মহাকাশে গ্যালাক্সিগুলো কিভাবে সৃষ্টি হলো, তা নিয়ে নতুন এক ধারণার কথা জানা গেছে। মহাকাশে এমন অনেক সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল আছে, যেগুলো সূর্যের চেয়ে কয়েক লাখ গুণ বেশি বড়। আর সেসব ব্ল্যাকহোলকে ঘিরে নতুন এই গবেষণা নিয়ে প্রশ্ন উঠতে পারে, ব্ল্যাকহোল তো সব কিছুকে গ্রাস করে, তাহলে ওই সৌরজগত তার চারপাশে কিভাবে ঘুরছে? বিজ্ঞানীরা বলছেন, ব্ল্যাকহোলের নাগালের বাইরে অন্তত ১০ আলোকবর্ষ দূর থেকে ওই সৌরজগতগুলো ঘুরপাক খাচ্ছে। আর যেহেতু ওই ব্ল্যাকহোলগুলো অনেক বিশাল তাই তাদের ঘিরে বিরাট সৌরজগত ঘুরছে। সেখানে একটি সৌরজগতেই প্রায় ১০ হাজারের মতো গ্রহ থাকতে পারে। কাগোশিমা ইউনিভার্সিটির গবেষক ড. কেইচি ওয়াদা নক্ষত্র ও সুপার ব্ল্যাকহোলের চারপাশে সৌরজগত তৈরির প্রক্রিয়া নিয়ে গবেষণা শেষে এমন কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কোন নক্ষত্র নয়, বরং সুপার ব্ল্যাকহোলের চারপাশে গ্রহ তৈরি হওয়া ও ঘুরপাক খাওয়া বিষয় নিয়ে প্রথম গবেষণা এটি।’ মহাকাশে ব্ল্যাকহোল কিভাবে সৃষ্টি হয়, তা এখনও খুব একটা ভালভাবে জানতে পারেননি বিজ্ঞানীরা। তবে প্রাথমিকভাবে ধারণা করে তারা বলছেন, সূর্যের চেয়ে অন্তত ১০০ গুণ বড় ভরের কোন নক্ষত্র ধ্বংস হওয়ার পরই ব্ল্যাকহোলে পরিণত হয়। - ডেইলি মেইল
×