ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে নেই ট্রাক টার্মিনাল ॥ যত্রতত্র গাড়ি পার্কিং

প্রকাশিত: ০৯:৪৪, ২৫ সেপ্টেম্বর ২০১৯

টাঙ্গাইলে নেই ট্রাক টার্মিনাল ॥ যত্রতত্র গাড়ি পার্কিং

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৪ সেপ্টেম্বর ॥ টাঙ্গাইলে ট্রাক টার্মিনাল না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে ট্রাক পরিবহনের মালিক শ্রমিক ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ট্রাকের মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে টার্মিনাল নির্মাণের জন্য প্রশাসন ও রাজনৈতিক মহলের কাছে দাবি করে এলেও কাজের কাজ কিছুই হয়নি। রাজনৈতিক মহলের সদিচ্ছা ও প্রশাসনের উদাসীনতার কারণে নির্মিত হয়নি ট্রাক টার্মিনাল। ফলে যত্রতত্র গাড়ি পার্কিং করায় শহরে যানজট বাড়ছে। আবার গাড়ি অবৈধভাবে পার্কিংয়ের কারণে পুলিশী হয়রানিরও শিকার হতে হচ্ছে চালকদের। টাঙ্গাইল ট্রাক শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, টাঙ্গাইলে ড্রাম ট্রাক, মিনি ট্রাক, কাভার্ডভ্যান, ছোট-বড় মালবাহী ট্রাক মিলিয়ে প্রায় চার হাজার ট্রাক রয়েছে। এসব ট্রাক রাখার নির্ধারিত কোন স্থান নেই। স্টেডিয়াম এলাকা, পুরনো বাসস্ট্যান্ডের সামনে, গোডাউন ব্রিজ, রাবনা বাইপাস, নগরজলফই, ছয়আনি পুকুড়পাড়, বেবিস্ট্যান্ডসহ বিভিন্ন রাস্তার উপড়ে মাল বোঝাই ট্রাক রাখা হয়। পণ্য বোঝাই ও খালাস করতে সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজটের। শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক রাখায় ছোট ছোট কমলমতি শিশুদের স্কুলে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে। দুর্ঘটনায় পড়ার আশঙ্কাও রয়েছে তাদের। এছাড়াও টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে অবৈধভাবে মিনি ট্রাক পার্কিং করে রাখা হয়। চালক ও সহকারীরা জটলা বেঁধে গেটের সামনে বসে থাকে।
×