ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্ততায় ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রকাশিত: ২৩:২৭, ২৪ সেপ্টেম্বর ২০১৯

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের মধ্যস্ততায় ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন রিপোর্টার ॥ রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ-চীন ও মিয়ানমারের সমন্বয়ে ত্রিপাক্ষিক ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চীনের মধ্যস্ততায় আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনকে গুরুত্ব দিয়ে গঠনমূলক সমাধান বের করতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এ বৈঠক করেন চীনের ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই। পরে বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, প্রথমে মিয়ানমার এ বিষয়ে কিছুটা আপত্তি তুললেও শেষ পর্যন্ত ওয়ার্কিং কমিটি গঠনে সম্মত হয়েছে।
×