ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিএস কর্নার

প্রকাশিত: ১২:৩৮, ২৪ সেপ্টেম্বর ২০১৯

বিসিএস কর্নার

১. ‘চাঁদ সওদাগর’ বাংলা কোন কাব্যধারার চরিত্র? ক) চ-ীমঙ্গল খ) মনসামঙ্গল গ) ধর্মমঙ্গল ঘ) অনুদামঙ্গল ২. ‘ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেনÑ ক) দৌলত উজির বাহরাম খান খ) মাগন ঠাকুর গ) আলাওল ঘ) শাহ মুহম্মদ সগীর ৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ? ক) মার্চেন্ট অব ভেনিস খ) কমেডি অব এররস গ) অ্যা মিডসামার নাইটস ড্রিম ঘ) টেমিং অব দ্য শ্রু ৪. কখনো উপন্যাস লেখেননিÑ ক) কাজী নজরুল ইসলাম খ) জীবনানন্দ দাশ গ) সুধীন্দ্রনাথ দত্ত ঘ) বুদ্ধদেব বসু ৫. ‘দুধভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতাÑ ক) শওকত ওসমান খ) জ্যোতিপ্রকাশ দত্ত গ) আখতারুজ্জামান ইলিয়াস ঘ) হাসান আজিজুল হক ৬. রোহিনী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? ক) বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন খ) কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি গ) দুর্গেশ নন্দিনী-চোখের বালি-গৃহদাহ ঘ) কৃষ্ণকান্তের উইল-চোখের বালি- চরিত্রহীন ৭. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবেÑ ক) কল্যাণীয়েষু খ) সুচরিতেষু গ) শ্রদ্ধাস্পদেসু ঘ) প্রীতিভাজনেষু ৮. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ? ক) হিন্দি খ) উর্দু গ) পর্তুগিজ ঘ) গ্রিক ৯.সমার্থক শব্দগুচ্ছ শনাক্তকরুণÑ ক) দীর্ঘিকা, নদী, প্রণালী খ) শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ গ) গাঙ, তটিনী, অর্ণব ঘ) স্রোতস্বিনী, নির্ঝরিণী, সিন্ধু ১০. শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুনÑ ক) ভবিষ্যত, ভৌগোলিক, যক্ষ্মা খ) যশলাভ, সদ্যোজাত, সংবর্ধনা গ) স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক ঘ) ঐক্যতান, কেবলমাত্র, উপরোক্ত ১১. ‘প্রাতরাশ’-এর সন্ধিÑ ক) প্রাত+রাশ খ) প্রাতঃ+রাশ গ) প্রাতঃ+আশ ঘ) প্রাত+আশ ১২. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগণ অবস্থা বুঝায়, তাকে বলা হয়Ñ ক) ক্রিয়াবাচক বিশেষ্য খ) ক্রিয়াবিশেষণ গ) ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ ঘ) ক্রিয়াবিভক্তি ১৩. ‘আমার সন্তান যেন থাকে দুধেভাতে’ এ প্রার্থনা করেছেÑ ক) ভাড়ু দত্ত খ) চাঁদ সওদাগর গ) ঈশ্বরী পাটনী ঘ) নলকূবের ১৪. ইধষষধফ কি? ক) লোকগীতি খ) লোকগাঁথা গ) গীতিকা ঘ) গাথা ১৫. ‘শাহনামা’ মৌলিক গ্রন্থটি কার? ক) মালিক জায়সী খ) ফেরদৌসী গ) সৈয়দ হামজা ঘ) কাজী দৌলত বাহরাম খাঁ ১৬. ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নামÑ ক) বঙ্গভাষা ও সাহিত্য খ) বাংলা সাহিত্যের কথা গ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস ঘ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ১৭. ‘চো-হাদ্দ’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? ক) বাংলা+ ফারসি খ) সংস্কৃত+ফারসি গ) ফারসি+আরবি ঘ) সংস্কৃত+আরবি ১৮. ‘রূপ লাগি আখি ঝুরে গুনে মন ভোর’ কার রচনা? ক) চন্ডীদাস খ) জ্ঞানদাস গ) বিদ্যাপতি ঘ) লোচনদাস ১৯. ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে? ক) ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ খ) তুলসী লাহিড়ী গ) দ্বিজেন্দ্রলাল রায় ঘ) বলাইচাঁদ মুখোপাধ্যায় ২০. ‘নেমেসিস’ নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ খ) উনপঞ্চাশের মন্বন্তর গ) বায়ান্নর ভাষা আন্দোলন ঘ) একাত্তরের মুক্তিযুদ্ধ ২১. ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি? ক) আরাকান রাজসভা খ) কৃষ্ণনগর রাজসভা গ) রাজা গণেশের রাজসভা ঘ) লক্ষণ সেনের রাজসভা ২২. ‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর’ এখানে ‘হারা’ কোন ধাতু? ক) প্রযোজ্য ধাতু খ) ভাব বাচ্যের ধাতু গ) সংযোগমূলক ধাতু ঘ) নাম ধাতু ২৩. ‘মহুয়া’ পালাটির রচয়িতাÑ ক) দ্বিজ কানাই খ) মনসুর বয়াতি গ) নয়নচাঁদ ঘোষ ঘ) দ্বিজ ঈশান ২৪. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়Ñ ক) ১৮০০ সালে খ) ১৮০১ সালে গ) ১৮০২ সালে ঘ) ১৮০৪ সালে ২৫. কোন গ্রন্থটি মহাকাব্য? ক) অবকাশ রঞ্জিনী খ) বৃত্রসংহার গ) বিরহ বিলাপ ঘ) বীরাঙ্গনা কাব্য ২৬. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? ক) স্যার উইলিয়ম জোনস খ) স্যার উইলিয়াম ক্যারি গ) রাজীব লোচন মুখোপাধ্যায় ঘ) ব্রাসি হ্যালহেড
×