ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বিএনপিতে সংঘর্ষে আহত নেতার মৃত্যু

প্রকাশিত: ১২:২২, ২৪ সেপ্টেম্বর ২০১৯

নওগাঁয় বিএনপিতে সংঘর্ষে আহত নেতার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ সেপ্টেম্বর ॥ নিয়ামতপুরে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের আহত এক বিএনপি নেতা মারা গেছে। সোমবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী হাটে বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ওয়াহেদ আলীসহ উভয়পক্ষের ৭জন আহত হন। নিহত বিএনপি নেতার নাম ওয়াহেদ আলী (৪০)। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। জানা গেছে, রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার খড়িবাড়ী বাজারে ওয়াহেদ আলীর নেতৃত্বে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির কর্মীদের নিয়ে কর্মিসভা চলছিল। সভা চলার একপর্যায়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ইমরান হোসেন কর্মী-সমর্থক নিয়ে ওই সভায় উপস্থিত হয়। কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ৭ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ওয়াহেদ আলী, সোহেল রানা, নূরুননবী নূহু ও মনজুর রাসেলকে গুরুতর অবস্থায় রবিবার বিকেলেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। ইউজিসিতে নাগরিক সেবায় উত্তম চর্চা নিয়ে সভা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে নাগরিক সেবা ও সুশাসন নিশ্চিতকরণে উত্তম চর্চা বিষয়ে এক সভা আজ সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত হয়। কমিশনের সদস্য এবং নাগরিক সেবা ও সুশাসন নিশ্চিতে অনুসৃত উত্তম চর্চা বিষয়ক গঠিত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি সভায় সভাপতিত্ব করেন। সভায় ইউজিসি সচিব ও বিভাগীয় প্রধানগণ নাগরিক সেবা ও সুশাসন নিশ্চিতে অনুসৃত উত্তম চর্চার বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় উত্তম চর্চার গুরুত্ব তুলে ধরে প্রফেসর শাহ্ নওয়াজ আলি বলেন, নাগরিক সেবা ও সুশাসন নিশ্চিত করতে হলে দেশের পাবলিক বিশ^বিদ্যালয়ের কর্মকা- আরও যুগপোযোগী করতে হবে। কারণ, পাবলিক বিশ^বিদ্যালয়ে বিশাল জনগোষ্ঠী কাজ করে। পাবলিক বিশ^বিদ্যালয়ের ভাল কাজসমূহ তুলে ধরার আহ্বান জানান ইউজিসি’র এ সদস্য। -বিজ্ঞপ্তি
×