ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের কাছে আবার হার বাংলাদেশের

প্রকাশিত: ১২:০৭, ২৪ সেপ্টেম্বর ২০১৯

ভারতের কাছে আবার হার বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফররত বাংলাদেশ অনুর্ধ-২৩ ক্রিকেট দল আবার হেরেছে। সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে লক্ষেèৗয়ের একানা স্টেডিয়ামে বৃষ্টি বিঘিœত ম্যাচে বাংলাদেশের তরুণদের ৪৯ রানে হারিয়েছে ভারত অনুর্ধ-২৩ ক্রিকেট দল। ফলে ৫ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। আগে ব্যাট করে ভারত ২২ ওভারে বিনা উইকেটে ১১৪ রান তোলার পর বৃষ্টির বাধায় তাদের ইনিংসটি আর এগোয়নি। পরে ২২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৭৪ রান স্থির করা হয়। ২১.৪ ওভারে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের তরুণরা। টস জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অনুর্ধ-২৩ দল। তবে উদ্বোধনী জুটিই ২২ ওভার পর্যন্ত ভাঙ্গতে পারেনি সফরকারী দলের বোলাররা। যশস্বী জৈস্বাল ও আরিয়ান জুয়াল ১১৪ রান তুলে ফেলেন। উভয়ে অর্ধশতক পান। যশস্বী ৬৩ বলে ৭ চারে ৫৩ ও আরিয়ান ৬৯ বলে ৫ চারে ৫১ রানে অপরাজিত থাকেন। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। যখন ম্যাচটি শুরু হয়, তখন আর ব্যাট করতে নামেনি ভারত অনুর্ধ-২৩ দল। পরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের জন্য জয়ের লক্ষ্য দেয়া হয় ২২ ওভারে ১৭৪ রানের। এই কঠিন লক্ষ্য পেয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। প্রথম থেকেই শুরু হওয়া ধস আর ঠেকানো যায়নি। শেষ পর্যন্ত ২১.৪ ওভারে মাত্র ১২৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলীয় ৫৬ রানেও ৭ উইকেট হারানোর পর রান কিছুটা বেড়েছে ৮ নম্বরে নেমে মহিদুল ইসলাম অঙ্কনের ঝড়ো অর্ধশতকে। তিনি ৩৮ বলে ৩ চার, ৪ ছক্কায় ৫০ রান করেন। এছাড়া আরিফুল হক করেন ২৩ রান। ভারতের পক্ষে শেঠ মাত্র ১১ রানে ৩টি এবং ঋতিক শোখিন ও অর্শদ্বীপ সিং ২টি করে উইকেট নেন। বৃষ্টি আইনে ৪৯ রানে জয়ী হয় ভারত।
×