ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি২০ ক্যাচে মিলারের বিশ্বরেকর্ড

প্রকাশিত: ১২:০৪, ২৪ সেপ্টেম্বর ২০১৯

টি২০ ক্যাচে মিলারের বিশ্বরেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ ক্যারিয়ারে দ্রুত ৫০ ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ডেভিড মিলার। বেঙ্গালুরুতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে লংঅনে ভারতীয় ব্যাটসম্যান হারদিক পান্ডিয়াকে তালুবন্দী করে এ নজির গড়েন দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার। আন্তর্জাতিক টি২০তে সর্বোচ্চ ৫০ ক্যাচের রেকর্ডটা তার আগেই গড়েছিলেন শোয়েব মালিক। পাকিস্তান অলরাউন্ডারকে ক্যাচের হাফসেঞ্চুরির জন্য খেলতে হয়েছিল ১১১ ম্যাচ। সেখানে তার চেয়ে ৩৯ ম্যাচ কম খেলেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন প্রোটিয়া হার্ডহিটার উইলোবাজ মিলার। এক দশকের টি২০ ক্যারিয়ারে ৭২তম ম্যাচে এমন কীর্তি গড়লেন তিনি। মাত্র ১ উইকেট হারিয়ে ৯ উইকেটের বড় জয়ে সিরিজ ১-১এ ড্র করার দিনে মিলারকে অবশ্য তাকে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি। টি২০ ক্যাচে হাফসেঞ্চুরিতে পৌঁছানো মিলারে সমানে মালিককে ছাড়িয়ে যাওয়ার অবারিত সুযোগ। কেননা এরই মধ্যে অবসর নিয়েছেন মালিক, আর ব্যতিক্রম কিছু না ঘটলে ৩০ বছর বয়সী প্রোটিয়া তারকা নিশ্চয়ই আরও ম্যাচ খেলবেন। শুধু ক্যারিয়ারে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডেই নয়, এক টি২০ ম্যাচে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডেও এক নম্বরে রয়েছেন মিলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ৪ ক্যাচ ধরেছিলেন তিনি যা কি-না এ ফরম্যাটে এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের বিশ্বরেকর্ড। মিলার ছাড়াও টি২০তে এক ম্যাচে ৪ ক্যাচ ধরার রেকর্ডে আছেন ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ), পিটার বোরেন (হল্যান্ড), কোরি এন্ডারসন (নিউজিল্যান্ড), দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), অজিঙ্কা রাহানে (ভারত), বাবর হায়াত (হংকং), জন্টি জেনার (জার্সি), লেগা সিয়াকা (পাপুয়া নিউগিনি) এবং ক্যালাম ম্যাকলয়েড (স্কটল্যান্ড)। টি২০ ক্যারিয়ারে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড ॥ ১. ডেভিড মিলার - ৭২ ম্যাচে ৫০ ক্যাচ ২. শোয়েব মালিক -১১১ ম্যাচে ৫০ ক্যাচ ৩. এবি ডি ভিলিয়ার্স - ৭৮ ম্যাচে ৪৪ ক্যাচ ৪. রস টেলর - ৯০ ম্যাচে ৪৪ ক্যাচ ৫. সুরেশ রায়না - ৭৮ ম্যাচে ৪২ ক্যাচ। চলে গেলেন মাধব আপতে স্পোর্টস রিপোর্টার ॥ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার মাধব আপতে। সোমবার সকালে মুম্বাইয়ে এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ভারতীয় ক্রিকেটের শুরুর দিককার অন্যতম তারকা ছিলেন আপতে। ১৯৫৩ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনিই ভারতের প্রথম ওপেনার হিসেবে এক টেস্ট সিরিজে ৪০০’র বেশি রান করার নজির গড়েছিলেন। সেবার ৫ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৫১.১১ গড়ে ব্যাটিং করে মোট ৪৬০ রান করেছিলেন আপতে। তবে এরপর আর ভারতের জার্সি গায়ে খেলতে পারেননি।
×