ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্সেল মার্সো স্মরণে ‘মূকাভিনয় কর্মশালা’ !

প্রকাশিত: ১১:১০, ২৪ সেপ্টেম্বর ২০১৯

মার্সেল মার্সো স্মরণে ‘মূকাভিনয় কর্মশালা’ !

সংস্কৃতি ডেস্ক ॥ সর্বকালের শ্রেষ্ঠ মূকাভিনেতা ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর দ্বাদশ প্রয়াণবার্ষিকী ছিল গত ২২ সেপ্টেম্বর। দিবসটি স্মরণে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন তিন দিনব্যাপী মূকাভিনয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মশালা প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত দশটা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালা পরিচালনা করছেন নাট্য সংগঠন স্বপ্নদলের প্রধান ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের চেয়ারম্যান জাহিদ রিপন। আজ এই কর্মশালার শেষ দিন। মূকাভিনয় কর্মশালার অন্তর্ভুক্ত তাত্ত্বিক-ব্যবহারিক বিষয়াবলীর মধ্যে রয়েছে মার্সেল মার্সোর জীবন-কর্ম-দর্শন ও তার মূকাভিনয়ের প্রামাণ্য উপস্থাপন, মূকাভিনেতার শারীরিক-মানসিক প্রস্তুতি, মূকাভিনয় সম্পর্কিত ধারণা ও এর প্রকারভেদ, শিল্প হিসেবে মূকাভিনয়ের আবশ্যকতা, মূকাভিনয়ে আবশ্যকীয় নানাদিক, মূকাভিনয়ে ভঙ্গিমার প্রকারভেদ ও ব্যবহার, ব্যাকরণসম্মত মূকাভিনয় অনুশীলন, বিষয়ভিত্তিক দলগত মূকাভিনয়, নাট্য প্রয়োজনায় মূকাভিনয়ের প্রয়োগ পদ্ধতি, বাংলা মূকাভিনয়রীতি প্রভৃতি। পাাশ্চাত্যে নাট্য, মূকাভিনয়, নির্বাক অভিনয়, নৃত্য, অনুষ্ঠান উপস্থাপনা, সংবাদ উপস্থাপনা, রিপোর্টিং, মডেলিং, জাদু, আবৃত্তি তথা পারফর্মিং আর্টের সকল শাখার শিল্পীদের এমনকি জনসংযোগের সঙ্গে জড়িতদেরও মূকাভিনয় বিষয়ক প্রশিক্ষণগ্রহণ বাধ্যতামূলক। কিন্তু আমাদের দেশে এখনও সে ধারণাটি পরিষ্কার হয়নি। এ প্রেক্ষাপটে মার্সোর প্রয়াণদিবস স্মরণে মূকাভিনয় প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ নিয়ে এলো বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন।
×