ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই ভালুকের মারামারি

প্রকাশিত: ১০:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০১৯

দুই ভালুকের মারামারি

কানাডার ব্রিটিশ কলম্বিয়া হাইওয়েতে দুই ভালুকের মারামারি করার দৃশ্য সত্যিই বিরল। তবে দুটি ভালুকের লড়াই সামনে থেকে দেখা জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত ১৭ লাখ দর্শক ভিডিওটি দেখেছেন। ক্যারি ম্যাকগিলিভারির ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জঙ্গলে ঘেরা হাইওয়েতে যানচলাচল একদমই নেই। সুবজে ঘেরা বন থেকে দুটি ভালুক গর্জন করে করে নিজেদের মধ্যে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। সেই লড়াইটা জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার মধ্যেও চলছিল। দাঁড়িয়ে যায় ক্যারির গাড়ি। সেখান থেকেই ভিডিওটি করা হয়েছে। বিশাল গর্জন আর হাতাহাতির মধ্যেই দূরে দেখা যায় এক নেকড়ে দুই ভালুকের লড়াই দেখছে। কিছুক্ষণ দেখার পর সে আবার নিজের রাস্তায় চলে যায়। অন্যদিকে এই দুই ভালুকের লড়াই দেখার মতো। কখনও পরস্পরকে ঠেলে, খামচি দিয়ে নিজেদের লড়াই চালিয়ে যাচ্ছিল। এক সময় ক্যারির গাড়ির খুব কাছে চলে যায় তারা। ভিডিও শেয়ার করার পরই মানুষ সেটি শেয়ার করে কমেন্ট করতে থাকে। অনেকে লিখেছেন, এমন অভিজ্ঞতা অর্জন করা সত্যিই বিরলতম। আবার অনেকে দূরে দাঁড়িয়ে থাকা নেকড়ের আচরণ নিয়ে কথা বলেছেন। -হিন্দুস্তান টাইমস
×