ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনায় আইনজীবীসহ দুই আসামিকে অপহরণ

প্রকাশিত: ১০:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০১৯

পাবনায় আইনজীবীসহ দুই আসামিকে অপহরণ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৩ সেপ্টেম্বর ॥ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে ফিল্মী স্টাইলে ২ আসামী ও তার আইনজীবীসহ ৪ জনকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে ব্যাপক মারপিট করা হয়েছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাঈদ মোল্লার শ্বশুর জাহাঙ্গীর আলম এখনো নিঁখোঁজ রয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামিন প্রাপ্ত আসামীরা হলো নাটোর জেলার বরাইগ্রাম থানার ভরতপুর গ্রামের তফিজ উদ্দিন মোল্লার ছেলে আবু সাঈদ মোল্লা ও সহিদ মোল্লা এবং তাদের আইনজীবী সাইদুর রহমান চৌধুরী। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ ইকবাল লিটন জানান, সোমবার দুপুর দুই টার দিকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এনএস ২৪০/১৮ মামলার পূর্ব নির্ধারিত চার্জ গঠনের দিন ধার্য ছিল। বাদী ও আসামী পক্ষের লোকজন উপস্থিত ছিলেন আদালতে। পরে আদালত থেকে বের হয়ে বাড়ি ফেরার সময় আদালত চত্বরের গেট থেকে দুই আসামী, তাদের আইনজীবীসহ ৪ জনকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আইনজীবীরা তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে অবহিত করলে পুলিশ তাদের উদ্ধার অভিযান শুরু করে। পুলিশী তৎপরতার এক পর্যায়ে সন্ত্রাসীরা অপহৃতদের ব্যাপক মারপিট শেষে সদর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নিয়ে ছেড়ে দেয়। পরে তাদের মধ্যে দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছে। অপহরণের শিকার পাবনা আইনজীবী সমিতির সহ সভাপতি সাইদুর রহমান চৌধুরী জানান, মামলার কার্যক্রম শেষে মক্কেল ও তাদের স্বজনদের সাথে নিয়ে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় প্রধান গেটের সামনে থেকে একই মামলার বাদী মোছা তানমিরা ইয়াসমিন আলিফ’র বাবা ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামের আব্দুল লতিফের নেতৃত্বে ৯/১০ জন সশস্ত্র সন্ত্রাসী আমাদের পথরোধ করে জোড়পূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তারা গাড়ির ভেতরেই মারপিট শুরু করে। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের কার্যালয়ে নিয়ে ছেড়ে দেয়। পরে চেয়ারম্যানের সহায়তায় গুরুতর আহত দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং তিনি আইনজীবী সমিতিতে ফিরে এসে সহকর্মীদের বিষয়টি অবহিত করেন।
×