ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধার বিল জলাশয়ে শরতের বর্ণালি পদ্ম

প্রকাশিত: ১০:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০১৯

গাইবান্ধার বিল জলাশয়ে শরতের বর্ণালি পদ্ম

আবু জাফর সাবু, গাইবান্ধা ॥ এখন আশ্বিন মাস, শরতকাল। গাইবান্ধার বিল জলাশয়ে ফুটতে শুরু করেছে পদ্মফুল। নানা রংয়ের পদ্ম, গোলাপি, সাদা, লাল পদ্মফুলের পাপড়ি বিকশিত হয়ে বিল জলাশয়গুলোতে এক সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। ইদানীংকালে বিল জলাশয়গুলো ভরাট করে ফেলা হয়েছে। আবার কোথাও কোথাও মাছ চাষ করা হচ্ছে। এতে জেলার জলাশয়গুলোতে পদ্মফুল এখন খুব কমই চোখে পড়ে। অথচ এক সময় ছিল প্রতিটি জলাশয়েই ফুটে থাকত নানা রংয়ের বর্ণালি পদ্মফুল। আর এই পদ্মফুল শুকিয়ে ঝরে পড়ার পর পদ্মফুলের গাছে পদ্ম খোচা নামে সবুজ গোলাকার সুন্দর বীজ পানিতে ভেসে থাকত। খাদ্য হিসেবেও তা মানুষের অত্যন্ত প্রিয়। গ্রামে-গঞ্জে এখনও পদ্মফুল, পদ্ম খোচা বিক্রি হয়। কেননা পদ্মফুলের ডাটাগুলো সবজি হিসেবে খুবই সুস্বাদু। পদ্মফুলের অপর নাম কমল। পদ্মফুলের অপার সৌন্দর্যে মোহিত হয় না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর এই পদ্মফুল হচ্ছে শরতের অন্যতম অনুষঙ্গ। কবি বলেছেন, ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে/দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?’। পদ্মফুল আমাদের শেখায়, ভাল কিছু করতে গেলে কাঁটার আঘাত সহ্য করতে হয়। পদ্মফুল ভালবাসার প্রতীক। কাঁটা বুকে নিয়ে মানুষের মাঝে সুবাস আর সৌন্দর্য বিলায়। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুরে কাতলার বিলে ফুটেছে অসংখ্য পদ্মফুল। মন ভুলানো, নয়ন জুড়ানো পদ্মফুলের টানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ আসে পদ্মফুল সংগ্রহে। এলাকার কিশোররাও ভালবাসায় তাদের নৌকায় চড়িয়ে ফুল সংগ্রহে সহায়তা করে নির্মল আনন্দ লাভ করে। এলাকার স্কুল পড়ুয়া দুই বোন নুহা ও মারিহা কাতলার বিলে অপার সৌন্দর্যের পদ্মফুলের বনে গিয়ে আনন্দে আপ্লুত হয়ে যায়।
×