ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য বিদেশী সাহায্য মিলছে ঘোষণার অর্ধেক

প্রকাশিত: ১০:৫১, ২৪ সেপ্টেম্বর ২০১৯

রোহিঙ্গাদের জন্য বিদেশী সাহায্য মিলছে ঘোষণার অর্ধেক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বর্তমান বিশ্বে সবচেয়ে বড় শরণার্থী সমস্যা নিয়ে জটিল সঙ্কটে আছে বাংলাদেশ। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যের ক্ষুদ্র জনগোষ্ঠীর ১২ লক্ষাধিক রোহিঙ্গা গত দুবছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে আশ্রিত। কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩২ শিবিরে দেশী-বিদেশী ত্রাণ সহায়তায় এসব রোহিঙ্গা এখন পর্যন্ত বেশ ভালই আছে। কিন্তু শুরুতে যেভাবে বিদেশী সহায়তা এসেছে বর্তমানে তা হ্রাস পেয়ে ৫০ শতাংশে নেমে এসেছে। বিদেশী ত্রাণ সহায়তা আরও হ্রাস পেলে এসব রোহিঙ্গার জীবনমান ধরে রাখার ক্ষেত্রে বাংলাদেশের জন্য এক মহাসঙ্কটের জন্ম দিতে পারে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে আভাস দেয়া হয়েছে। এদিকে রোহিঙ্গাদের নিয়ে যেসব দেশী-বিদেশী এনজিও নিয়োজিত রয়েছে এরা বিদেশ থেকে যে আর্থিক সহায়তা নিয়ে আসছে এর অর্ধেকই নিজেরা বিভিন্নভাবে সাবাড় করছে। বাকি অর্ধেক রোহিঙ্গার কাছে পৌঁছানোর পথে আরও কিছু বেহাত হয়ে যায়। এনজিওদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা, যাতায়াত ভাতা, পাঁচতারকা মানের হোটেলে থাকা, খাওয়া, বিলাসী গাড়ি ব্যবহারসহ বিভিন্নভাবে ব্যয়ের যে চিত্র এর পুরোটাই প্রাপ্ত আর্থিক সহায়তা থেকেই খরচ করা হয়। রোহিঙ্গা ইস্যুতে এনজিওদের হয়েছে বড় বিনিয়োগ। বিনিয়োগের এ অর্থ বিদেশ থেকেই প্রাপ্ত। তাই অধিকাংশ এনজিও চায় না রোহিঙ্গারা এত সহজে প্রত্যাবাসিত হোক। অন্যদিকে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় তহবিল সংগ্রহে জাতিসংঘের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে কক্সবাজার সিএসও এবং এনজিও ফোরাম (সিসিএনএফ)। সোমবার সংগঠনের কো-চেয়ারম্যান রেজাউল করিম ও আবু মোরশেদ চৌধুরী এ ইস্যুতে প্রদত্ত যুক্ত বিবৃতিতে জানিয়েছেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় তহবিল সংগ্রহে আজ (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
×