ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত ও দ‍ঃ আফ্রিকা সিরিজে ১-১-এ সমতা

প্রকাশিত: ১৩:০৪, ২৩ সেপ্টেম্বর ২০১৯

 ভারত ও দ‍ঃ আফ্রিকা  সিরিজে ১-১-এ  সমতা

জনকণ্ঠ ডেস্ক ॥ বোলাররা লক্ষ্যটা নাগালে রাখার পর বাকিটা সহজেই সারলেন ব্যাটসম্যানরা। সিরিজ বাঁচানোর ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন কুইন্টন ডি কক। অধিনায়কের ক্যারিয়ার সেরা ইনিংসে ভারতকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ৯ উইকেটে জিতেছে সফরকারীরা। ১৩৫ রানের লক্ষ্য ছাড়িয়ে গেছে ১৯ বল বাকি থাকতে। সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। খবর বিডিনিউজের। বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেসে যাওয়ার পর দ্বিতীয়টিতে ৭ উইকেটে জিতেছিল ভারত। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রবিবার টস জিতে ব্যাট করতে নামে ভারত। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত ১৩৪ রান তুলতে সক্ষম হয়। রান তাড়ায় রিজ হেনড্রিকসের সঙ্গে ৭৬ রানের উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকাকে ভাল শুরু এনে দেন ডি কক। আগের ম্যাচে ফিফটি পাওয়া অধিনায়ক এবারও শুরু থেকে ছিলেন আক্রমণাত্মক। টি-টোয়েন্টিতে আগের সেরা ৫৯ ছাড়িয়ে অপরাজিত থাকেন ৭৯ রানে। দক্ষিণ আফ্রিকা ১৬.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে।
×