ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দঃ কোরিয়ায় ফিল্ম ফেস্টিভ্যালে ‘হাসিনা : এ ডটার’স টেল’ ডকুড্রামা

প্রকাশিত: ১০:১৮, ২৩ সেপ্টেম্বর ২০১৯

 দঃ কোরিয়ায় ফিল্ম ফেস্টিভ্যালে  ‘হাসিনা : এ ডটার’স  টেল’ ডকুড্রামা

জনকণ্ঠ ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ১১তম ডিএমজেড আন্তর্জাতিক ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে শনিবার ‘হাসিনা : এ ডটার’স টেল’ ডকুড্রামার প্রথম প্রদর্শনী হয়েছে। সোমবার দ্বিতীয়বার প্রদর্শিত হবে জানিয়ে এক তথ্য বিবরণীতে জানানো হয়, রবিবার দূতাবাসের উদ্যোগে সিউলে বসবাসরত কূটনীতিকদের জন্য এ ডকুড্রামাটি প্রদর্শিত হয়। খবর বাসসর। ৭২ মিনিট দৈর্ঘ্যরে এ ডকুড্রামাটিতে ১৯৭৫ সালে জাতির পিতার নৃশংস হত্যাকান্ড পরবর্তী প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন ও আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে। প্রদর্শনীর প্রাক্কালে সূচনা বক্তব্যে এ ডকুড্রামা নির্মাণ প্রযোজনার সঙ্গে সম্পৃক্ত বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু হারিয়ে জনগণের ভালবাসা অর্জন করেছেন। বাংলাদেশের জনগণের ভালবাসাই তাঁকে নেতৃত্বে নিয়ে এসেছে। তাঁর আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
×