ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে ৭২ ঘন্টার ধর্মঘট চলছে

প্রকাশিত: ০৪:৩১, ২২ সেপ্টেম্বর ২০১৯

ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে ৭২ ঘন্টার ধর্মঘট চলছে

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালী জেলার সকল বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার গুলোতে শুরু হয়েছে ৭২ ঘন্টার ধর্মঘট। আজ রবিবার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। গত ৭ সেপ্টেম্বর রাতে পটুয়াখালী শহরের সেন্ট্রাল হাসপাতালে এক দল সন্ত্রাসী কর্তৃক হামলা ও ভাংচুড় এবং পটুয়াখালী মেডি্ক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: মশিউর রহমানকে হত্যার হুমকির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। যার প্রেক্ষিতে আইনি সহায়তা না পাওয়ার অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ৭২ ঘন্টার ধর্মঘট পালনের ঘোষণা দেয় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, পটুয়াখালী ক্লিনিক ও ডায়গনস্টিক ওনার্স এসোসিয়েশন এবং জেলা ক্যামিস্ট্র ও ড্রাগিস্ট সমিতি। পূর্ব ঘোষনা অনুযায়ী আজ থেকে এ ধর্মঘট পালন করা হচ্ছে। এদিকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক এবং পর্যাপ্ত শয্যা না থাকায় অধিকাংশ রোগীরা বেসরকারী ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার থেকে সেবা গ্রহণ করে থাকে এ কারনে সাধারন রোগীদের ভোগান্তিতে পরতে হচ্ছে। তবে আইনি সহায়তা না পেলে এবং সন্ত্রাসীদের গ্রেফতার না করলে লাগাতার ধর্মঘট পালন করা হবে বলেও জানান সংশ্লিষ্ঠরা।
×