ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৮ ঘন্টা পর সীমিত আকারে শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ০২:৪৬, ২২ সেপ্টেম্বর ২০১৯

৮ ঘন্টা পর সীমিত আকারে শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ৮ ঘন্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল সীমিত আকারে শুরু হয়েছে। ১৬টি ফেরির মধ্যে ৮টি ফেরি দিয়ে আজ রবিবার সকাল ১১ টা থেকে এই সার্ভিস সচল করা হয়। তবে চলমান ফেরিগুলো পুরো লোড নিয়ে চলতে পারছে না। কম লোড নিয়ে ফেরিগুলো চলছে। একই সাথে চলছে ড্রেজিং। এর ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানযট। দু’পাড়ে আটকা পড়েছে ৪ শতাধিক গাড়ি। ফেরি বন্ধ থাকায় লঞ্চ এবং স্পীডবোটে যাত্রীর চাপ বেড়েছে। এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির এজিএম নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সপ্তাহখানেক ধরেই এই নৌ রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। কিন্তু ভোর রাতে লৌহজং টার্নিং পয়েন্টের মুখে নাব্যতা সঙ্কট মারাত্মক আকার ধারণ করে। চ্যানেলে ফেরি ডুকতে পারছিল না। তাই ফেরি সার্ভিস বন্ধ রখতে হয়েছিল। এখন সীমিত আকারে কম লোড নিয়ে আবার ফেরি সার্ভিস সচল হয়েছে। তিনি আরও জানান, ড্রেজিং চলছে। এর আগে নাব্যতা সঙ্কটের কারণে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
×