ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুধীর বরণ মাঝি;###;সিনিয়র শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়-দশম অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-৩০

প্রকাশিত: ১২:১৬, ২২ সেপ্টেম্বর ২০১৯

 অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়-দশম অধ্যায় প্রস্তুতি-২, বহুনির্বাচনী-৩০

১। উৎপাদন ও প্রচার বন্ধ করতে হবে- (ক) ভোগ্য পণ্যের (খ) মাদকদ্রব্যের (গ) প্রসাধনী সামগ্রীর (ঘ) চিত্তবিনোদনের। ২। কিশোর অপরাধের সাথে যে নতুন মাত্রা যুক্ত হয়েছে তা হলো- (i) প্রযুক্তির ওপর নির্ভরশীলতা (ii) মোবাইলের অপব্যবহার (iii) ইন্টারনেটের অপব্যবহার। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii। নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ কবির সবসময় তার মায়ের কাছে খোঁজে। তার মা টাকা না দিলে সে বাড়িতে চিৎকার ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। ৩। উদ্দীপকে বর্ণিত সমস্যাটি হলো- (ক) মাদকাসক্তি (খ) মূল্যবোধের অবক্ষয় (গ) দরিদ্রতা (ঘ) নিঃসঙ্গতা। ৪। উক্ত কর্মকান্ডের ফলে- i )বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিবে (ii) মানসিক স্বাস্থ্যের পরিবর্তন হবে (iii) সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নিচের কোনটি সঠিক (ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii। ৫। কোনটি মাদকাসক্তি প্রতিরোধে সহায়ক ? (ক) ধর্মীয় ও নৈতিক শিক্ষা (খ) সামাজিক শিক্ষা (গ) রাজনৈতিক শিক্ষা (ঘ) রাজনৈতিক ও পারিবারিক শিক্ষা। ৬। শিশুশ্রম নিষিদ্ধ করলে- (ক) কিশোর অপরাধের মাত্রা কমবে (খ) কিশোর অপরাধের মাত্রা বাড়বে (গ) উন্নয়ন ব্যহত হবে (ঘ) সামাজিকতা হ্রাস পাবে। ৭। পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধের বয়সসীমা কত ? (ক) ৭-১৪বছর (খ) ৭-১৬বছর (গ) ৭-১৮ বছর (ঘ) ১০-২০বছর । ৮। কোনটিকে অপরাধ হিসেবে গণ্য করতে হবে ? (ক) বড়দের সালাম না দেওয়া (খ) ছাত্রদের সামনে শিক্ষকদের ধূমপান করা (গ) সিগারেট বিক্রি করা (ঘ) পড়ালেখা না করা। ৯। মাদকাসক্তি রোধে সবচেয়ে ভালো ও কার্যকর ব্যবস্থা কোনটি? (ক) প্রতিরোধ ব্যবস্থা (খ) প্রতিকার ব্যবস্থা (গ) প্রতিবন্ধকতা (ঘ) প্রশিক্ষণ ব্যবস্থা । ১০। কিশোর অপরাধী হওয়ার ক্ষেত্রে অধীক যৌক্তিক- (i) সঙ্গদোষ (ii) মোবাইলের অপব্যবহার (iii) ইন্টারনেটের অপব্যবহার। নিচের কোনটি সঠিক (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii । ১১। ’মাদককে না বলুন’ এই প্রতিজ্ঞা কাদের জন্য ? (ক) মহিলাদের জন্য (খ) কিশোরদের জন্য (গ) যুবকদের জন্য (ঘ) সবার জন্য । ১২। কিশোর অপরাধীরা অনেক সময় লিপ্ত থাকে (i) নারী পাচারে (ii) ব্যবসায়ীদের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায়ে (iii) দলবেঁধে ডাকাতি করতে। নিচের কোনটি সঠিক (ক) iও ii (খ) iii (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৩। কিশোর-কিশোরীদের মনে হতাশা সৃষ্টি হওযার কারণ- (i) আর্থিক অসচ্ছলতা (ii) পারিবারিক অশান্তি (iii) প্রেমে ব্যর্থতা। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i,ii ও iii ১৪। পারিবারিক হতাশাগ্রস্ত শিশু-কিশোররা কেন মাদকদ্রব্য গ্রহণ করে ? (ক) বন্ধুদের সঙ্গ লাভের জন্য (খ) পিতা-মাতাকে ত্যাগ করার জন্য (গ) পারিবারিক অশান্তি দূর করার জন্য (ঘ) হতাশা থেকে মুক্তিলাভের জন্য। ১৫। মাদকাসক্তির ফলে কোনটি ঘটতে পারে ? (ক) অর্থনৈতিক উন্নতি (খ) সামাজিক শৃঙ্খলা (গ) আত্মহত্যার ঘটনা (ঘ) রাজনৈতিক অস্থিরতা। উত্তর ॥ ১(ক), ২(গ), ৩(ক), ৪(ঘ), ৫(ক), ৬(ক), ৭(গ), ৮(খ), ৯(ক), ১০(ঘ), ১১(ঘ), ১২(গ), ১৩(গ), ১৪(ঘ), ১৫(গ)।
×