ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিইউপিতে ন্যাশনাল ল ফেস্ট

প্রকাশিত: ১০:৪৩, ২২ সেপ্টেম্বর ২০১৯

 বিইউপিতে ন্যাশনাল ল ফেস্ট

গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে ফ্যাকাল্টি অব সিকিউরিটি এ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (এফএসএসএস) এর ডিপার্টমেন্ট অব ল এর উদ্যোগে তিন দিনব্যাপী“BUP National Law Fest-2019” এর সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে BUP National Law Fest-2019” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের সিনিয়র এ্যাডভোকেট ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সিকিউরিটি এ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (এফএসএসএস) এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সিদ্দিকুল আলম শিকদার, বিএসপি, এনডিসি, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন ডিপার্টমেন্ট অব ল এর চেয়ারম্যান লেঃ কর্নেল মোঃ সিরাজ উদ্দীন আহমেদ, পিএসসি (অব:)। বাংলাদেশের ১৬টি বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ জন শিক্ষার্থী উক্ত ল ফেস্ট এ অংশগ্রহণ করেন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি জনাব সৈয়দ মাহমুদ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি জনাব শেখ মোঃ জাকির হোসেন, হাই কোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার এবং সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের সিনিয়র আইনজীবী জনাব জেড আই খান পান্না। অনুষ্ঠানে বিইউপির উধর্তন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাম্পাস প্রতিবেদক
×