ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌন্দর্য ফিরছে বালির

প্রকাশিত: ১০:৩০, ২২ সেপ্টেম্বর ২০১৯

 সৌন্দর্য ফিরছে বালির

পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র ইন্দোনেশিয়ার বালি দ্বীপ তার প্রাকৃতিক ভারসাম্য ও সৌন্দর্য হারাতে বসেছিল। প্লাস্টিক বর্জনে তা আবার আগের রূপে ফিরতে শুরু করেছে। একটি সংগঠনের উদ্যোগে এ বিষয়ে সমাজে সচেতনতা সৃষ্টির চেষ্টা চলছে। সরকারের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিগত বছরগুলোতে কুটা উপকূলের মতো বালির পর্যটন এলাকা প্রায়ই প্লাস্টিক জঞ্জালে ভরে যেত। এখনও অনেক স্থানীয় বাসিন্দা ও পর্যটক ঠিকমতো জঞ্জাল ফেলেন না। প্লাস্টিক বর্জ্যরে হুমকির বিষয়ে সাধারণ মানুষের ধারণা বদলানো শুরুতে খুব কঠিন ছিল বলে জানান ‘ট্র্যাশ স্টক’ নামের সংগঠনের প্রধান হেন্দ্রা আরিমবাওয়া। সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য ওয়ার্কশপ, গানের শো, আলোচনার মতো নানা অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি মানুষের মানসিকতা বদলাতে ভূমিকা রাখে। বালির স্থানীয় সরকার ২০১৮ সালে এক অধ্যাদেশ জারি করে প্লাস্টিকের ব্যবহারের ওপর নানা বিধি-নিষেধ আরোপ করে। সাধারণ মানুষ প্লাস্টিক ব্যাগ, স্টাইরোফোম ও প্লাস্টিক স্ট্রয়ের ব্যবহার সীমিত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিভিন্ন সুপার মার্কেটের কর্মকর্তারাও এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে সেখানে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে। -ডয়চে ভেলে
×