ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্ধ হয়ে গেল জারা জিন্স

প্রকাশিত: ১০:০০, ২২ সেপ্টেম্বর ২০১৯

 বন্ধ হয়ে গেল জারা জিন্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে বকেয়া বেতন ভাতা পেলেন মিরপুরের ‘জারা জিন্সের’ শ্রমিকরা। পাওনা পরিশোধ করতে গিয়ে গার্মেন্টসটির মেশিনারিজ ১ কোটি ৭ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। আর সেই পুরো টাকা দিয়েই শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। অর্থসঙ্কটে প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় শ্রমিকদের মাত্র দেড় মাসের বেতন দিয়েই আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে গার্মেন্টসটিও। বিজিএমইএ’র পরিচালক (শ্রম) রেজওয়ান সেলিম বলেন, ‘বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত আড়াইটায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা শেষ হয়েছে। ১ কোটি ৭ লাখ টাকায় মেশিনারিজ বিক্রি করা হয়েছে। সেই টাকা দিয়েই শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে। আর মেশিনপত্র বিক্রির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গার্মেন্টসটি বন্ধ হয়ে গেল।’ শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে আটটা পর্যন্ত মালিকপক্ষের অর্থের যোগান হয়নি। ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত মেশিনপত্রের দাম উঠেছিল বলে জানিয়েছিলেন বিজিএমইএ’র নেতারা। তবে শেষ পর্যন্ত তা ১ কোটি ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। জারা জিন্সের অপারেটর নুপুর আক্তার মমতাজ বলেন, ‘১ মাস ১৫ দিনের বেতন দিয়েছে। মালিক আগের বকেয়া পরিশোধ করেনি।’ আরেক শ্রমিক মেহেদি হাসান (প্যাকিং ম্যান) রাতে বলেন, ‘বুধবার রাতে বেতন দিয়েছে। তবে যতটুকু দেয়ার কথা ছিল তা দেয়নি। মাত্র দেড় মাসের বেতন দিয়েছে।’ চিড়িয়াখানা রোডের জারা জিন্স নামের ওই কারখানাটির মালিক ৫ জন। বিজিএমইএ সূত্রে জানা গেছে, মালিকদের মধ্যে রয়েছে গোলাম মোস্তাফা, রেজা ও রিয়াজুল ইসলাম রাজু। বাকি দু’জনের নাম জানা যায়নি। তবে শ্রমিক পক্ষ রিয়াজুল ইসলাম রাজুকেই মালিক হিসেবে জানতেন।
×