ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জার্মান ব্যান্ডের কনসার্ট

প্রকাশিত: ০৯:৫২, ২২ সেপ্টেম্বর ২০১৯

 জার্মান  ব্যান্ডের  কনসার্ট

স্টাফ রিপোর্টার ॥ শনিবার বিকেলে গ্যোয়টে ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জার্মান ব্যান্ড এরফিন্ডেনকারের মনোমুগ্ধকর জার্মান ভাষায় সঙ্গীত পরিবেশনা। চার সদস্যের জার্মান ব্যান্ড দলটি সর্বমোট ২০টি গান পরিবেশন করে। প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রী নেচে-গেয়ে কনসার্টটি উপভোগ করে। জার্মান ভাষায় গাওয়া এরফিন্ডেনকারের ২০টি গানগুলোর মধ্যে ছিল: ৩০ গ্রাড, জিন্ড ইয়ার বেরাইট?, আকটারবান, ফারবেন, সন টাগ, কাইনে জাইট, লাস মাল লাসেন, কালট সুলটার, নিম মিস মিট, এরফিন্ডেনকার-মেডলে, জো গুট, উনফাসবার, ইমার দাস গে ইসে, হান্স কুক, ভার্ড শোন্ ভার্ডেন, স্প্রিং, ফল ডেম ফোগেল ও সু গুটে লেৎজ। এরফিন্ডেনকার ব্যান্ডের সদস্যদের মধ্যে ছিলেন ফ্যাবিও নিহাউস (ডিজে /কেইস), লুকা সমারফিল্ড (গিটার) মেলিসা ডেমিসি (ভোকাল), ক্যারোলিন লুসিনজার (ভোকাল)। গ্যোয়টে ইনস্টিটিউট বাংলাদেশের পার্টনার স্কুল প্রকল্পের অধীনে ঢাকায় অবস্থিত ৪টি স্কুলের জার্মান ভাষা শিক্ষার্থী ছাত্রছাত্রীদের ভাষা শেখায় আরও বেশি মনোযোগী করতে আয়োজন করা হয়েছিল এই ব্যতিক্রমধর্মী কনসার্ট। গ্যোয়টে ইনস্টিটিউট বাংলাদেশের প্রকল্পের অধীনে, ঢাকায় অবস্থিত ৪টি সহযোগী স্কুলগুলো হচ্ছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, ইউরোপীয় স্ট্যান্ডার্ড স্কুল, সাউথ পয়েন্ট স্কুল এ্যান্ড কলেজ এবং ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল। ব্যান্ড দলটির ঢাকা সফরের অংশ হিসাবে, এরফিন্ডেনকার ব্যান্ডের সদস্যরা গত শুক্রবার চারটি অংশীদার স্কুল থেকে ৪৮ জন শিক্ষার্থী নিয়ে একটি দিনব্যাপী কর্মশালা পরিচালনা করে। কর্মশালার উদ্দেশ্যে ছিল, সঙ্গীতের মাধ্যমে কিভাবে শিক্ষার্থীবৃন্দ জার্মান ভাষায় তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শনিবার জার্মান দলটির সঙ্গে যৌথভাবে ৩টি জার্মান গান পরিবেশনার মহড়ায় অংশগ্রহণ করে।
×