ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ডের শিক্ষার্থীদের মাতৃভাষা দিবসের গল্প শোনালেন ভূমিমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩৯, ২২ সেপ্টেম্বর ২০১৯

 আয়ারল্যান্ডের  শিক্ষার্থীদের  মাতৃভাষা দিবসের  গল্প শোনালেন  ভূমিমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইউরোপের দেশ উত্তর আয়ারল্যান্ড সফরকালে সেখানকার শিক্ষার্থীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গল্প শুনিয়েছেন। সম্প্রতি মন্ত্রীর এই সফরকালে উত্তর আয়ারল্যান্ডের কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাদের মাতৃভাষার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল, তারই স্মৃতিবিজড়িত দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুধু মায়ের ভাষার জন্য সংগ্রাম হয়েছে পৃথিবীর ইতিহাসে এ রকম ঘটনা অত্যন্ত বিরল।’ খবর বাসসর। মন্ত্রী তাদের জানান, ১৯৫২ সালে আমাদের মাতৃভাষা বাংলাকে স্বীকৃতি দেয়ার জন্য দাবি করায় তৎকালীন পাকিস্তানী পুলিশ কর্তৃক বাংলাদেশীদের নির্মম হত্যাকান্ডের শিকার হতে হয়েছিল। নিজ ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের স্মৃতি স্মরণার্থে এবং বিশ্বব্যাপী ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই জাতিসংঘ কর্তৃক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠিত হয়েছিল। জাতি গঠনে এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে মাতৃভাষার গুরুত্বের ব্যাপারেও মন্ত্রী তাদের অবহিত করেন।ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার একথা জানানো হয়েছে।
×