ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চীন থেকে ফিরলেন বিমানবাহিনী প্রধান

প্রকাশিত: ০৯:৩৮, ২২ সেপ্টেম্বর ২০১৯

 চীন থেকে ফিরলেন বিমানবাহিনী প্রধান

জনকণ্ঠ ডেস্ক ॥ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ছয় দিনের চীন সফর শেষে শনিবার দেশে ফিরেছেন। সফরকালে বিমানবাহিনী প্রধান চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও জাতীয় প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেঞ্জি এবং পিএলএ বিমানবাহিনীর কমান্ডার জেনারেল ডিং লেহাঞ্জের সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনী ও পিএলএ বিমানবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়। গত ১৫ সেপ্টেম্বর এক সরকারী সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিমানবাহিনী প্রধান। -আইএসপিআর
×