ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর স্কুলে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

প্রকাশিত: ০৯:৩৭, ২২ সেপ্টেম্বর ২০১৯

 রাজধানীর স্কুলে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥ ছুটি না নিয়ে ক্লাস শুরুর সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষককে শোকজ করা হয়েছে। শনিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন। প্রতিমন্ত্রী বলেছেন, আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ শিক্ষককে শোকজ করেছি। আগামী সাতদিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে। শনিবার সকালে রাজধানীর কয়েকটি বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। সকালে প্রথমে তিনি মতিঝিল আইডিয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে ৪২ শিক্ষকের মধ্যে পাঁচ শিক্ষককে অনুপস্থিত পান। হাজিরা খাতায় এদিন তাদের স্বাক্ষর পাওয়া যায়নি। বিনা ছুটিতে তারা অনুপস্থিত থাকায় শোকজের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। শোকজের যথাযথ উত্তর না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়ে দেন। এরপর তিনি সামাজিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে গিয়ে দেখেন ছোট পরিসরে এ বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছেন। ১০-১২ জন শিক্ষার্থী নিয়ে চলছে। এটি দেখে মোঃ জাকির হোসেন হতাশা প্রকাশ করেন। দ্রুত এ বিদ্যালয়টির অবস্থা কিভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেন। পরে ফকিরাপুল টিএ্যান্ডটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যান তিনি।
×