ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে দেশবাসী ॥ জিএম কাদের

প্রকাশিত: ০৯:৩৭, ২২ সেপ্টেম্বর ২০১৯

 দুর্নীতি প্রতিরোধে  প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে  দেশবাসী ॥  জিএম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, প্রধানমন্ত্রী যেকোন দেশেরই ক্ষমতাধর ব্যক্তি। দুর্নীতি বিরোধী চলমান অভিযানকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব সঠিক ও সফলভাবে এই অভিযানের সমাপ্তি হবে। কারণ দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে দেশবাসী। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জনতা লীগ (বিজেএল) আয়োজিত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চলমান নির্বাচন পদ্ধতির পরিবর্তনের দাবি জানিয়ে জিএম কাদের বলেন, যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করেন তারা এলাকায় গিয়ে নির্বাচিত হতে পারেন না, আবার অনেক আঞ্চলিক নেতা সংসদে নির্বাচিত হয়ে তার এলাকার উন্নয়নের কথা ভাবে কিন্তু জাতীয় ভাবনা তাদের মাথায় আসে না। এজন্য ভোটের পদ্ধতি পরিবর্তন করে ভোটের আনুপাতিক হারে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার বিধান করতে হবে। প্রাদেশিক শাসন ব্যবস্থা কায়েমের দাবি জানিয়ে তিনি বলেন, উপজেলা ও জেলা পরিষদ নিয়ে এরশাদের শাসন আমলে সমালোচনা করলেও পরবর্তীতে সর্বমহলে তা গ্রহণযোগ্যতা পেয়েছে। এখনও তা শতভাগ পরিপূর্ণতা পায়নি। প্রাদেশিক ব্যবস্থা চালু হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, ঢাকা শহরের ওপর চাপ কমবে। তখন কোন কাজের জন্য জেলা শহরের কোন মানুষকে ঢাকায় আসতে হবে না।
×