ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিজেন্টের থাইল্যান্ড ফ্লাইট বন্ধ

প্রকাশিত: ০৯:৩৭, ২২ সেপ্টেম্বর ২০১৯

 রিজেন্টের থাইল্যান্ড ফ্লাইট বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ আপাতত তিন মাসের জন্য বন্ধ রিজেন্ট এয়ারওয়েজের থাইল্যান্ড ফ্লাইট। থাইল্যান্ডের ভিসা জটিলতা ও ভ্রমণে যাত্রীসংখ্যা কম থাকায় আগামী তিন মাসের জন্য চট্টগ্রাম-ঢাকা-ব্যাঙ্কক রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বেসরকারী বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। গত রবিবার থেকে বন্ধ রয়েছে থাইল্যান্ড ফ্লাইট। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম-ঢাকা-ব্যাঙ্কক রুটে রিজেন্টের ফ্লাইট বন্ধ থাকবে। এ সম্পর্কে এয়ারলাইন্সটির সিইও আশীষ রায় চৌধুরী বলেন, চলতি মৌসুমে থাইল্যান্ডগামী যাত্রী কম থাকায় সাময়িকভাবে চট্টগ্রাম-ঢাকা-ব্যাঙ্কক রুটে ফ্লাইট বন্ধ রেখেছি। আগামী ডিসেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালু করা হবে। উল্লেখ্য, ২০১৩ সালের শুরুতে ঢাকা-ব্যাঙ্কক রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট চালু করে রিজেন্ট এয়ারওয়েজ। ২৭ এপ্রিল ২০১৪ সাল থেকে চট্টগ্রাম-ব্যাঙ্কক রুটে সপ্তাহে দুইদিন ফ্লাইট দিয়ে ভ্রমণ ব্যবস্থা শুরু করে বিমান সংস্থাটি। পরবর্তীতে তারা সপ্তাহে তিনদিন ফ্লাইট চালু করে।
×