ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাটল ট্রেনে অনিয়ম ॥ চবির মূল ফটক অবরোধ

প্রকাশিত: ০৯:৩৬, ২২ সেপ্টেম্বর ২০১৯

 শাটল ট্রেনে অনিয়ম ॥ চবির মূল ফটক  অবরোধ

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরুদ্ধ করে প্রতিবাদ সমাবেশ করেছে একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনের ধারাবাহিক অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে শনিবার বিকেলে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। জানা যায়, প্রতিদিন গড়ে ৮ থেকে ৯ হাজার শিক্ষার্থী শাটলে যাতায়াত করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবস্থান শহর থেকে ২২ কিলোমিটার দূরে হওয়ায় এটিই শিক্ষার্থীদের প্রধান বাহন। কিন্তু প্রায় প্রতিদিনই শাটলে শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটছে। বাড়ছে বহিরাগতদের উৎপাত।
×