ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে কৃষককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:৩১, ২২ সেপ্টেম্বর ২০১৯

লালমনিরহাটে  কৃষককে  পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২১ সেপ্টেম্বর ॥ সরকারী গুদামে স্লিপের মাধ্যমে ধান বিক্রিকে কেন্দ্র করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি বাজারে এ ঘটনা ঘটে। নিহত রহিম একই গ্রামের তালেবের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মফিজ উদ্দিনের কাছ থেকে সরকারী গুদামে ধান দেয়ার জন্য স্লিপ চান লোহাকুচি এলাকার কৃষক খালেকুজ্জামান মৌসুম। কিন্তু সে সময় মফিজ তাকে স্লিপ না দেয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে ফিরে যান খালেকুজ্জামান। শনিবার দুপুরে দিকে মফিজ তার প্রতিবেশী রহিমকে নিয়ে লোহাকুচি বাজারে যান। এ সময় সেই স্লিপ নিয়ে বচসার জের ধরে মফিজের ওপর হামলা চালায় খালেকুজ্জামানের লোকজন। এ সময় রহিম তাদের বাধা দিতে গেলে লোহার রড ও লাঠি দিয়ে তাকে মারপিট করা হয়। পরে স্থানীয়রা রহিমকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
×