ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইফতেখার-নওয়াজ রিজওয়ান পাকিস্তান দলে

প্রকাশিত: ০৯:২৪, ২২ সেপ্টেম্বর ২০১৯

 ইফতেখার-নওয়াজ রিজওয়ান পাকিস্তান দলে

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফেরানো হয়েছে প্রতিভাবান তিন তরুণ মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ ও ইফতেখার আহমেদকে। মিসবাহ উল হক প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব নেয়ার পর এটিই পাকিস্তানের প্রথম স্কোয়াড। অধিনায়কের দায়িত্ব যথারীতি সরফরাজ আহমেদের কাঁধে। মিসবাহ আগেই জানিয়েছিলেন, স্থিতিশীলতা ধরে রাখতে তাকে সময় দেয়া হবে। আর দল ঘোষণার আগে অনুশীলন ক্যাম্পেও ডাকা হয়নি অভিজ্ঞ মোহাম্মদ হাফিজকে। উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ঘরের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে বহুল আলোচিত তিন ওয়ানডে সমান ম্যাচের টি২০ সিরিজ খেলবে সরফরাজের দল। অনেক নাটকীয়তা, অনিশ্চয়তার পর পাকিস্তান সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের সমমানের নিরাপত্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই গত সপ্তাহে সফরের বিষয়টি চূড়ান্ত করে শ্রীলঙ্কান বোর্ড (এসএলসি)। প্রায় চার বছর পর পাকিস্তানের ওয়ানডে দলে ফিরেছেন ব্যাটসম্যান ইফতেখার। ক্যারিয়ারে সর্বশেষ ওয়ানডেটি খেলেছেন ২০১৫ সালের নবেম্বরে। ২৯ বছর বয়সী ব্যাটসম্যান গত এপ্রিলে পাকিস্তানের ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্টে দারুণ পারফর্মেন্সের সুবাদে জাতীয় দলে ফিরলেন। টুর্নামেন্টে পাঞ্জাবের হয়ে পরপর দুই ম্যাচে তিনি সেঞ্চুরি করেন। ডানহাতি মিডলঅর্ডার এই ব্যাটসম্যান পার্ট-টাইম অফ স্পিনও করেন। তাকে দলে নেয়ার কারণ ব্যাখ্যায় মিসবাহ বলেছেন, ‘লিস্ট এ ক্রিকেটে ইফতিখারের ব্যাটিং গড় ৫১ (৫১.৬৫), শেষ তিন-চার মৌসুমে সে সেরা পারফর্মার। আমার মনে হয়, সে আমাদের পঞ্চম বোলার। তার ফিটনেস অসাধারণ।’ আর রিজওয়ান বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে করেছিলেন দুই সেঞ্চুরি। তবুও বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন। মূলত নিয়মিত অধিনায়ক ও উইকেটরক্ষক সরফরাজ আহমেদ বিশ্রামে থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলেছিলেন তিনি। এবার শুধু সরফরাজের ব্যাকআপ হিসেবেই দলে ফিরলেন না রিজওয়ান, তার ব্যাটিং সামর্থ্যরে কথাও আলাদা করে বলেছেন মিসবাহ। আর নওয়াজ সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৮ সালের নবেম্বরে এশিয়া কাপে, বাংলাদেশের বিপক্ষে। ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলীকে এই সিরিজে পাচ্ছেন না মিসবাহ। আফ্রিদি ডেঙ্গু জ্বরে আর হাসান পিঠের সমস্যায় ভুগছেন। পাকিস্তান ওয়ানডে দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলী, আসিফ আলী, ফখরজামান, হারিস সোহেল, মোহাম্মদ হাসনাইন, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ।
×