ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউলসাধক রশিদউদ্দিন স্মরণোৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ০৯:১৮, ২২ সেপ্টেম্বর ২০১৯

 বাউলসাধক রশিদউদ্দিন স্মরণোৎসব অনুষ্ঠিত

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ উপ-মহাদেশের প্রখ্যাত বাউলসাধক রশিদউদ্দিনের ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা সদরের বাহিরচাপড়া গ্রামে স্মরণোৎসব উদ্যাপন কমিটির ব্যানারে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের আলোচনাপর্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। উদ্যাপন কমিটির আহ্বায়ক আনোয়ার জহির লিটনের সভাপতিত্বে এবং অধ্যাপক মনিরুজ্জামান বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন : জেলা প্রশাসক মঈন-উল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, লোকসাহিত্য গবেষক ও সাংবাদিক সঞ্জয় সরকার, কবি সাজ্জাদ খান, বাউল গোলাম মৌলা, লেখক জাকির শাহ্ ও বাউল রশিদউদ্দিন সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্রের সদস্য সচিব ইউরো আনিস প্রমুখ। বক্তারা বাউল রশিদউদ্দিনের নামে একটি বাউল একাডেমি প্রতিষ্ঠা এবং প্রতিবছর রাষ্ট্রীয় উদ্যোগে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি জানান। উৎসবের দ্বিতীয়পর্বে বাউলগান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাউলশিল্পীরা গভীর রাত পর্যন্ত বাউলগান পরিবেশন করেন। তিনি ১৮৮৯ সালের ২১ জানুয়ারি নেত্রকোনা সদরের বাহিরচাপড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার শিষ্যের সংখ্যা অগণিত। তিনি ১৯৬৪ সালের ১০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। ১৯৯৯ সালে তাকে জাতীয় চলচিত্র পুরস্কার (মরণোত্তর) দেয়া হয়।
×