ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কামাল আহমেদের লিরিক্যাল ভিডিও ‘পলকে হেসে চলে যাও’

প্রকাশিত: ০৯:১৮, ২২ সেপ্টেম্বর ২০১৯

 কামাল আহমেদের লিরিক্যাল ভিডিও ‘পলকে হেসে চলে যাও’

স্টাফ রিপোর্টার ॥ কামাল আহমেদের লিরিক্যাল মিউজিক ভিডিও ‘পলকে হেসে চলে যাও’ লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশ হয়েছে। গানটির গীতিকার মুজাহিদুল হক লেনিন, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন উজ্জল সিনহা। লিরিক্যাল ভিডিওটি পরিচালনা করেছেন গানের গীতিকার মুজাহিদুল হক লেনিন। ‘পলকে হেসে চলে যাও’ গানটি শিল্পী কামাল আহমেদের মৌলিক আধুনিক গানের এ্যালবাম ‘অধরা’ থেকে নেয়া হয়েছে। অধরা এ্যালবামটি লেজার ভিশন থেকে প্রকাশ হয় এ বছরের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডেতে। চলতি বছরে কামাল আহমেদের আরও দুটি মিউজিক ভিডিও লেজার ভিশন হতে প্রকাশ হয়। একটি আধুনিক গানের ‘ভুলিতে পারি না তাকে’, অন্যটি রবীন্দ্রসঙ্গীতের ‘ভালবেসে সখি নিভৃতে যতনে’। শিল্পী কামাল আহমেদের ১৬টি এ্যালবাম প্রকাশ হয়েছে। সৃষ্টির স্বীকৃতি স্বরূপ তার সফলতার পালকে যুক্ত হয়েছে সাতটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। সত্যি গান হয়ে আছে তার প্রাণ। সঙ্গীতময় জীবনে তিনি সবার শুভকামনা চান। চান সঙ্গীতভরা জীবনের একটি সুন্দর জয়। যে সঙ্গীত সুন্দরের কথা বলে সেই সঙ্গীত নিশ্চয় গড়ে দেবে তার ব্যতিক্রমী ভবিষ্যত। শিল্পী কামাল আহমেদের গাওয়া গানের মন ছুঁয়ে যাওয়া সৌরভ গৌরব হয়ে ছড়িয়ে পড়ুক সবার মন ও মননে।
×