ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন মাসের মধ্যে সাত কারখানায় ইটিপি স্থাপনের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১৩:০২, ১৯ সেপ্টেম্বর ২০১৯

তিন মাসের মধ্যে সাত কারখানায় ইটিপি স্থাপনের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ দূষণের হাত থেকে বাঁচাতে তিন মাসের মধ্যে বুড়িগঙ্গার তীরে অবস্থিত সাতটি টেক্সটাইল কারখানায় ওয়াটার বর্জ্য শোধানাগার বা ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের নির্দেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে ওই সাত প্রতিষ্ঠানের বিদ্যুত সংযোগ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে জামিন জালিয়াতি করায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি ও ওই আসামির তদ্বিরকারককে পুলিশে তুলে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে জামিন জালিয়াতির ঘটনা তদন্ত করতে সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার কার্যালয়কে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। তরল বর্জ্য ফেলে বুড়িগঙ্গার পানি ও পরিবেশ দূষণ করার অভিযোগে পরিবেশ অধিদফতর মিতা টেক্সটাইল, মেসার্স অভিজাত ডায়িং, চাঁদপুর টেক্সটাইল মিলস, শাহজাদি ডায়িং, মেসার্স ভরসা ডায়িং, লামিয়া টেক্সটাইল ডায়িং ও শামীম টেক্সটাইল ডায়িং বন্ধের নির্দেশ দেয়।
×