ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্লিনারদের জন্য চারটি ১৫ তলা ও ১ স্কুল ভবন নির্মাণ করছে ডিএনসিসি

প্রকাশিত: ১২:২৮, ১৯ সেপ্টেম্বর ২০১৯

ক্লিনারদের জন্য চারটি ১৫ তলা ও ১ স্কুল ভবন নির্মাণ করছে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার ॥ ক্লিনারদের জন্য রাজধানীর গাবতলীতে চারটি ১৫ তলা আবাসিক ভবন এবং একটি চারতলা স্কুল ভবন নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। বুধবার মেয়র এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মেয়র হিসেবে শপথ নেয়ার পর পরিচ্ছন্নতাকর্মীদের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রথম নির্দেশ সঠিকভাবে বাস্তবায়নে মেয়র এ উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে গাবতলী সিটি পল্লীতে ডিএনসিসির ক্লিনারদের বসবাসের জন্য এ সব ভবন নির্মাণ করছে। উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক শরীফ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুম ও মোবাশ্বের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র বলেন, শপথবাক্য পাঠ করানোর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য একটি সুন্দর বাসস্থান গড়ার নির্দেশ দেন। তাই এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের জুনের মধ্যে ৭৮৪ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য আবাসনের ব্যবস্থা হবে। মেয়র পরিচ্ছন্নতা কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করে জনগণকে সেবা প্রদানের জন্য পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজের মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য ঠিকাদারদের নির্দেশ দেন।
×