ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী বেঁচে আছেন বলেই মুক্তিযোদ্ধারা শান্তিতে আছেন ॥ আমু

প্রকাশিত: ১২:২৮, ১৯ সেপ্টেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী বেঁচে আছেন বলেই মুক্তিযোদ্ধারা শান্তিতে আছেন ॥ আমু

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, একাত্তরের পরাজিত শক্তির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই মুক্তিযোদ্ধারা শান্তিতে আছেন। দেশের উন্নয়ন হচ্ছে। বুধবার বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, হাবিবুর রহমান মোল্লা এমপি, এ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ বক্তব্য রাখেন।
×