ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছাগলের সঙ্গে যোগ ব্যায়াম!

প্রকাশিত: ১১:০৮, ১৯ সেপ্টেম্বর ২০১৯

ছাগলের সঙ্গে যোগ ব্যায়াম!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গ্রেডি গোট ফার্ম ছাগলের সঙ্গে যোগ ব্যায়ামের আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে চলেছে। এমনটাই দাবি করলেন খামারের মালিক দম্পতি। যদিও তাদের দাবি, ইতোমধ্যেই রেকর্ড তৈরি হয়ে গেছে। সব তথ্য খতিয়ে দেখে এখন অপেক্ষা প্রশংসাপত্র পাওয়ার। ‘গোট যোগা’ হলো ছাগলের সঙ্গে যোগ ব্যায়াম করার পদ্ধতি। ছাগলের সাধারণ প্রবৃত্তি হলো একটু উঁচু জায়গায় উঠে দাঁড়ানোর। যখন যোগ ব্যায়ামে অংশগ্রহণকারীরা যোগাভ্যাস করবেন তখন তাদের আশপাশেই ঘুরে বেড়াবে ছাগলগুলো। যোগাভ্যাস করার সময় যখনই তারা এমন ভঙ্গিমায় আসবেন যখন ছাগলগুলোর পক্ষে তাদের গায়ে ওঠা সম্ভব, তখন তাদের গায়ে উঠে পড়বে। আর এতে বিরক্তও হবেন না যোগব্যায়ামে অংশগ্রহণকারীরা। এর আগে যৌথভাবে ‘আরিজোনা গোট যোগা’ ও ‘ভিজিট মেসা’ নামে দুই সংস্থা এ ধরনের যোগাভ্যাসের আয়োজন করে। সে সময় ৩৫১ অংশগ্রহণকারী ও ৮৪ ছাগল নিয়ে রেকর্ড তৈরি হয়েছিল। এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে গ্রেডি গোট ফার্ম। গ্লোবাল অফেনসিভ এগেনস্ট ট্র্যাফিকিংয়ের (গোটা) মানব পাচার ও শিশুদের ওপর যৌন হয়রানি রোধে কাজ করা। সেজন্য আগের রেকর্ড ভাঙতে ‘গোটা’ এবার ৫০০ যোগব্যায়ামকারীকে আমন্ত্রণ জানায়। সেই সঙ্গে ১১৫ ছাগল যুক্ত করা হয়। -নিউজ উইক
×