ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বৃক্ষরোপণ উদ্বোধন

প্রকাশিত: ০৯:৩৬, ১৯ সেপ্টেম্বর ২০১৯

বৃক্ষরোপণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পরিবেশবান্ধব ও সবুজ নগরী গড়তে গ্রীন বেল্ট কর্মসূচীর আওতায় খুলনায় ১৬ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যে বুধবার সকালে নগরীর কেডি ঘোষ রোডস্থ সরকারী কর্মকর্তাদের আবাসিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এই কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক বলেন, খুলনাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু গাছ লাগালেই হবে না, সঠিকভাবে এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও করতে হবে। তিনি খুলনায় বসবাসকারী প্রত্যেককে তিনটি করে বৃক্ষরোপণের আহ্বান জানান। ঠাকুরগাঁওয়ে পট গান নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ সেপ্টেম্বর ॥ পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে বুধবার পট গানের মাধ্যমে মানবদেহে জিংক ধানের প্রয়োজনীয়তা ও জিংক ধানের চাষাবাদের কলাকৌশলসহ উল্লেখযোগ্য বিষয় পরিবেশন করা হয়েছে। এ পরিবেশনায় অংশ নেন নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়ন ফেডারেশন লোকসঙ্গীত দল। অনুষ্ঠানের শুরুতে বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আরডিআরএসের উর্ধতন প্রশিক্ষণ কর্মকর্তা অমল কুমার টিক্কু ও হারভেস্ট প্লাসের কৃষিবিদ সিরাজুল ইসলাম। এ দলটি ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এ পট গান পরিবেশন করে আসছে এবং এ পর্যন্ত লক্ষ্যমাত্রা পঞ্চাশের মধ্যে প্রায় বিশটি অনুষ্ঠান করেছে।
×