ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় ধর্ষণের পর হত্যা ॥ দু’জনের ফাঁসি

প্রকাশিত: ০৯:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০১৯

খুলনায় ধর্ষণের পর হত্যা ॥ দু’জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর খালিশপুর বাস্তুহারা কলোনির শিশু আফসানা মিমিকে (১৪) গণধর্ষণের পর হত্যা করার অভিযোগে দায়েরকৃত মামলার রায়ে দুই আসাামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জারিমানার আদেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোঃ মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামিরা হলেনÑ নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনির মোঃ বাবুল হাওলাদার ওরফে কালা বাবুল (৩৮) ও এমদাদ হোসেন (৩৭)। আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ১৫ নবেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনির রোড নম্বর-৯, বাড়ি নম্বর-৪৯৮ এর বাসিন্দা মোঃ ইমাম হোসেনের ১৪ বছরের শিশুকন্যা আফসানা মিমি দুই টাকা নিয়ে ঝালমুড়ি কিনতে বাইরে যায়। কিন্তু অনেক সময় পরেও সে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ইমাম হোসেন ওই রাতেই খালিশপুর থানায় জিডি করেন। পরের দিন বেলা ৩টার দিকে স্থানীয় মাদ্রাসার খাদেম কুদ্দুস আফসানা মিমির লাশ বাস্তুহারা দীঘিতে দেখতে পেয়ে তার পিতা ইমাম হোসেনকে খবর দেন। যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৮ সেপ্টেম্বর ॥ যৌতুকের টাকা না দেয়ায় শান্তনা (১৯) নামের এক গৃহবধূকে নির্মম নির্যাতন করেছে শাহিন চৌকিদার নামের এক পাষ- স্বামী। ওই গৃহবধূকে বুধবার বিকেলে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূর মা ফুলমতি বেগম জানান, প্রায় ৪ বছর আগে বাউফল সদর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ছোহরাব চৌকিদারের ছেলে শাহিন চৌকিদারের (২২) সঙ্গে তার মেয়ে শান্তনার বিয়ে হয়। বিয়ের সময় জামাইকে ৩০ হাজার টাকা, মেয়ের জন্য সোনার কানের দুলসহ লক্ষাধিক টাকার মালামাল দেন। তার মেয়ে দেড় বছর স্বামীর সংসারে ভালই ছিলেন। এরপর যৌতুকের জন্য তার মেয়ের ওপর শুরু হয় শারীরিক নির্যাতন। এরমধ্যে তার মেয়ের কোলজুড়ে আসে এক পুত্রসন্তান। নাম রাখা হয় ওমর ফারুক। তাদের ধারণা ছিল সন্তান জন্মের পর জামাতা শাহিন ভাল হবেন। কিন্তু তিনি আর ভাল হননি। টাকার জন্য কথায় কথায় তার মেয়েকে মারধর করত। বুধবার সকালে জামাতা শাহিন চৌকিদার ব্যবসার নামে শান্তনাকে ১০ হাজার টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে বলে।
×