ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাটুরিয়ার দরগ্রাম বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

প্রকাশিত: ০৯:৩৫, ১৯ সেপ্টেম্বর ২০১৯

সাটুরিয়ার দরগ্রাম বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১৮ সেপ্টেম্বর ॥ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী পানি শূন্যতায় অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এসএমলি ক্লাসের পর শিক্ষকরা মাঠের ময়লা পরিষ্কার করানোর সময় শতাধিক ছাত্রী অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ে। এমন খবর পেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে। পরে উত্তেজিত জনতা দরগ্রাম বাজার শিক্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। অসুস্থ শিক্ষার্থীরা অভিযোগ, বুধবার সকালে এসএমলি ক্লাস নেন শিক্ষকরা। পরে তাদের দিয়ে শিক্ষকরা জোর করে রোদের মধ্যে মাঠ পরিষ্কার করান। প্রায় আধা ঘণ্টা মাঠ পরিষ্কার সময় তারা অতিরিক্ত রোধ ও গরমে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা অসুস্থ শিক্ষার্থীদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও সাটুরিয়া ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। বুধবার দুপুর ১২টার দিকে সাটুরিয়া হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। বেড ছাড়াও হাসপাতালের মেঝের কোথায় স্থান নেই। অপরদিকে অভিভাবক ও অন্যান্য শিক্ষার্থীরা এমন খবর শুনে প্রথমে বিদ্যালয়ে আসে। তারা প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানকে তার কক্ষে তালা মেরে অবরুদ্ধ করে রাখে। পরে উত্তেজিত জনতা শিক্ষকদের বিচারের দাবিতে দরগ্রাম বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় সাটুরিয়া-দরগ্রাম সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো ও সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করে বিদ্যালয়ে নিয়ে আসে। পরে তারা শিক্ষক, অভিভাবকদের নিয়ে জরুরী সভা করে পরিবেশ শান্ত করে।
×