ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় ১০ টাকা কেজির ৬৮ বস্তা চাল জব্দ

প্রকাশিত: ০৯:৩২, ১৯ সেপ্টেম্বর ২০১৯

বগুড়ায় ১০ টাকা কেজির ৬৮ বস্তা চাল জব্দ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় হতদরিদ্রের জন্য ১০ টাকা কেজির চাল কালোবাজারে মুজদ করায় বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ৬৮ বস্তা চাল আটক করেছে। বগুড়া সদরের বারপুর রাডার স্টেশন এলাকার দুটি দোকান থেকে কালোবাজারের এই চাল আটক করা হয়। জেলা খাদ্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার প্রকল্প- খাদ্যবান্ধব কর্মসূচী হতদরিদ্রের জন্য ১০ টাকা কেজির চাল বিতরণের আওতায় এবার চলতি মাস থেকে শুরু হয়েছে। আগামী ৩ মাস জেলার মোট ১ লাখ ৫৩ হাজার ৫৫ জন কার্ডধারীদের মধ্যে প্রতি মাসে ৩০ কেজি করে ১০ টাকা কেজির চাল ডিলারদের মাধ্যমে বিক্রি করা হবে। এজন্য জেলায় ডিলার রয়েছে ২৮৩ জন। বছরে ৫ মাস এই কর্মসূচী চলবে। প্রতি ডিলার ৫শ’ জন কার্ডধারী হতদরিদ্রর নিকট এই চাল বিক্রি করবেন। খাদ্য বিভাগের এই কর্মসূচীর আওতায় হতদরিদ্র কার্ডধারীরা ডিলারদের নিকট থেকে ১০ টাকা কেজিতে এই চাল কিনবেন। চলতি সেপ্টেম্বর মাসে ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু হয়েছে। তবে এই চাল কালোবাজারিদের হাতে যাচ্ছে এমন খবর পেয়ে খাদ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত বারপুরের নামুজা রোডের ২টি দোকানে অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবুল হায়াত ও বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হকসহ অন্য কর্মকর্তারা অভিযানে ছিলেন। এসময় ওই এলাকার কামরুজ্জামান পলাশের দোকান থেকে ১৪ বস্তা ও একই এলাকার রুবেল হাসানের দোকান থেকে ৫৪ বস্তা ১০ টাকা কেজি মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট চালগুলো জব্দ করেন। এর আগে সোমবার কৈচর বাজার এলাকা থেকেও ৪৭ বস্তা চাল কালোবাজার থেকে জব্দ করা হয়।
×