ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিক্রেতা নেই প্রভাতী ইন্স্যুরেন্সের

প্রকাশিত: ০৯:২৬, ১৯ সেপ্টেম্বর ২০১৯

বিক্রেতা নেই প্রভাতী ইন্স্যুরেন্সের

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মঙ্গলবার প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.৪০ টাকায়। বুধবার ২৩.৫০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটর শেয়ার ২৫.৭০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ২.৩০ টাকা বা ৯.৮৩ শতাংশ বেড়েছে। দিনভর এই কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোন বিনিয়োগকারী ছিল না। -অর্থনৈতিক রিপোর্টার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এক উদ্যোক্তা পরিচালক দেড় লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, উদ্যোক্তা পরিচালক মোঃ আব্দুল মালেকের কাছে কোম্পানিটির ১ কোটি ৪২ লাখ ৮২ হাজার ১৮৪টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি ১ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×