ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হংকংয়ের হোটেল কর্মীরা মজুরি পাচ্ছেন না

প্রকাশিত: ০৯:২৩, ১৯ সেপ্টেম্বর ২০১৯

হংকংয়ের হোটেল কর্মীরা মজুরি পাচ্ছেন না

হংকংয়ে চলমান চীনবিরোধী আন্দোলনে সেখানকার হোটেল শিল্পের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। হোটেল শ্রমিকদের গণছাঁটাই করা হচ্ছে, অল্পসংখ্যক যেসব শ্রমিক রয়েছেন তারাও দীর্ঘদিন বেতন পাচ্ছেন না। কারণ হিসেবে বলা হয়েছে, আন্দোলনের ফলে চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে পর্যটক আসা শূন্যের কোটায় নেমে এসেছে। সেখানকার ৭৭ শতাংশ হোটেল শ্রমিক বেতন ছাড়া দিন কাটাচ্ছেন। ১৬ সপ্তাহ ধরে চলা এই আন্দোলন-বিক্ষোভের ফলে হোটেল কর্তৃপক্ষের আয় ৪৬ শতাংশ কমে গেছে। হংকংয়ের খাবার ও পানীয় কর্মচারী সংঘের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটি সেখানকার প্রতিটি হোটেলের ওপর জরিপ চালায়। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আন্দোলন আরও কঠিন হলে হংকংয়ের হোটেল শিল্পের পরিস্থিতি খুবই খারাপ হবে। হোটেলগুলোর ৪৩ শতাংশ পদ খালি হয়ে যেতে পারে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, হংকং সব সময় একটি শান্ত এলাকা ও কেনাকাটার জন্য বিখ্যাত ছিল। চলমান আন্দোলন সহিংস রূপ ধারণ করায় এসব সুনামে কালিমা লেপন হয়েছে। পর্যটকরা আর হংকংমুখী হচ্ছেন না। হংকংয়ের সামাজিক নিরাপত্তা কমে যাওয়ায় পর্যটকরা পূর্ব নির্ধারিত টিকেট বাতিল করছেন। -ব্লুমবার্গ অনলাইন
×