ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিদিন ৬টি উন্নত ড্রোন বানাচ্ছে ইয়েমেনিরা

প্রকাশিত: ০০:৩০, ১৮ সেপ্টেম্বর ২০১৯

প্রতিদিন ৬টি  উন্নত ড্রোন বানাচ্ছে ইয়েমেনিরা

অনলাইন ডেস্ক ॥ ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রতিদিন ছ’টি উন্নত ড্রোন তৈরি করছে। এ তথ্য জানিয়েছেন ইয়েমেনে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি ইরানপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরও বলেছেন, ইয়েমেনিরা নিজেরাই এসব ড্রোন তৈরি করছে এবং এসব ড্রোনে এমন সব উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সহযোগিতা করছে। এ কারণে সৌদি রাডার ব্যবস্থা ইয়েমেনি ড্রোনগুলোকে শনাক্ত করতে পারে না বলে তিনি জানান। ইয়েমেন যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে সৌদি আরবের মতো আমিরাতের বিভিন্ন স্থাপনাতেও হামলা করা হবে। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা আঘাত অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। গত ১৪ সেপ্টেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। এর ফলে সৌদির ব্যাপক ক্ষতি হয়েছে এবং তেল উৎপাদনে বিঘ্ন সৃষ্টি হয়েছে।#
×