ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লিবিয়ায় নৌকা ডুবে ৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

প্রকাশিত: ১৩:১৫, ১৮ সেপ্টেম্বর ২০১৯

লিবিয়ায় নৌকা ডুবে ৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ সাগরপথে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি থেকে ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র চার্লি ইয়াক্সলি মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। নিহত এসব অভিবাসন প্রত্যাশী কোন দেশের তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর ওয়েবসাইটের। এক টুইটে ইয়াক্সলি বলেছেন, ‘লিবিয়া উপকূলে জাহাজডুবিতে বিপুল সংখ্যক প্রাণহানির ভয়াবহ সংবাদ আসছে। প্রায় ৬০ জন উদ্ধার করা হয়েছে এবং তীরে ফিরে এসেছে। অন্তত ৪০ জন মারা গেছে বা নিখোঁজ রয়েছে।’ সমুদ্রে চলাচলে উপযোগী নয় এমন নৌযানে বোঝাই করে অবৈধভাবে ইউরোপ প্রবেশে ইচ্ছুক অভিবাসন প্রত্যাশীদের নৌকা নিয়মিত ডোবার ঘটনা ঘটছে। গত সপ্তাহে নৌকা ডুবে শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া গত মাসে ২৫০ জন যাত্রী নিয়ে আরেকটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
×