ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিপিডিসির ইন্দোনেশীয় প্রকৌশলীর বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রকাশিত: ১১:০৮, ১৮ সেপ্টেম্বর ২০১৯

ডিপিডিসির ইন্দোনেশীয় প্রকৌশলীর বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন নবনির্মিত একটি পাওয়ার স্টেশনে (ডিপিডিসি) কাজ করার সময় বিদুতস্পৃষ্ট হয়ে ইন্দোনেশিয়ার নাগরিক প্রকৌশলী মোঃ তৌফিক হেদায়েতের (৪৫) মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডিপিডিসি) কর্মরত ছিলেন। তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন, নাকি অন্য কারণে মারা গেছে তা স্পষ্ট নয়। তদন্ত করা হচ্ছে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় কোম্পানির একটি বাসায় থাকতেন। হাসপাতালে মোঃ হানিফ নামে তৌফিকের এক সহকর্মী সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ঢাবি’র পাওয়ার স্টেশনের কেন্দ্রের ভেতরে কাজ করার সময় তৌফিক বিদ্যুতস্পৃষ্ট হন। এদিকে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী রমিজ উদ্দিন সরকার জানান, গ্যাস রিফিলিংয়ের সময় হঠাৎ করে তিনি পড়ে যান। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা দেখে তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ইন্দোনেশীয় প্রকৌশলী তৌফিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিটাচির হয়ে বাংলাদেশে কাজ করতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুপুরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
×