ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা

প্রকাশিত: ০৯:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মার্সেল রেফ্রিজারেটর জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ উপলক্ষে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। এ প্রেস-ব্রিফিংয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এবং গেমস ও ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), প্রতিযোগিতার প্রধান বিচারক হারুন অর রশিদ এবং চ্যাম্পিয়নশিপের মিডিয়া পার্টনার এটিএন বাংলার পরাগ আরমান উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়নশিপের বিভিন্ন তথ্য উত্থাপন করেন। আগামী ১৯ সেপ্টেম্বর বেলা ১২টায় দাবা ক্রীড়া কক্ষে এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর পরই খেলা শুরু হবে। সকল বয়সী মহিলা ও বালিকাদের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহী মহিলা ও বালিকা খেলোয়াড়দের বুধবারের মধ্যে দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে হবে। টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য কোন ফি প্রদান করতে হবে না। প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ এক লাখ টাকা ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হবে। জেলা ক্রীড়া সংস্থার পক্ষে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের একই সময়ে মধ্যে স্ব স্ব জেলা ক্রীড়া সংস্থার পত্র সহ নাম জমা দিতে হবে।
×