ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাখাইনে গণহত্যার হুমকিতে আরও ৬ লাখ রোহিঙ্গা

প্রকাশিত: ০৯:১২, ১৮ সেপ্টেম্বর ২০১৯

রাখাইনে গণহত্যার হুমকিতে আরও ৬ লাখ রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরও ৬ লাখ রোহিঙ্গা ভয়াবহ ‘গণহত্যার হুমকি’তে রয়েছে। গণহত্যার ঝুঁকি নিয়েই মিয়ানমারে রয়ে যাওয়া রোহিঙ্গা মুসলমানরা সেখানে বাস করছেন বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়। ফার্স্ট পোস্ট। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের অনুসন্ধান দল মিয়ানমারের সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন জেনারেলকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। সেদেশের সেনা নিপীড়নের মুখে রাখাইন থেকে পালিয়ে প্রায় ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের প্রত্যাবাসনও ‘অসম্ভব’ এক বাস্তবতার মুখে রয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে আরও বলা হয়, এখনও রাখাইনে ৬ লাখ রোহিঙ্গা ‘মানবেতর ও শোচনীয়’ পরিস্থিতির মধ্যে বসবাস করছে। মিয়ানমার তাদের ব্যাপারে এখনও গণহত্যার মানসিকতা পোষণ করে। এ অবস্থায় সেখানে থাকা রোহিঙ্গারা ভয়াবহভাবে গণহত্যার হুমকির মুখে জীবন-যাপন করছেন। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে ওই প্রতিবেদন জমা দেয়ার কথা। এর আগে ২০১৭ সালে রাখাইনে ‘গণহত্যা’, গ্রাম জ্বালিয়ে দেয়া, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মিয়ানমার সেনাবাহিনীর প্রধান মিং অং হ্লেইংসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে সুপারিশ জানায় ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জাতিসংঘ ওই অভিযানকে ‘জাতিগত নিধন’ হিসেবে বর্ণনা করেছে।
×