ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত মহাসাগরে চীনের সাত যুদ্ধজাহাজ

প্রকাশিত: ০৯:১১, ১৮ সেপ্টেম্বর ২০১৯

ভারত মহাসাগরে চীনের সাত যুদ্ধজাহাজ

ভারত মহাসাগরে ভারতীয় জলসীমা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘোরাফেরা করছে সাতটি চীনা যুদ্ধজাহাজ। ভারতীয় নৌবাহিনীর নজরদার বিমানে ধরা পড়েছে সেই যুদ্ধজাহাজগুলোর ছবি। চীনা যুদ্ধ জাহাজগুলোকে ভারত মহাসাগরে ভারতীয় বিশেষ ব্যবসায়িক এলাকা (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) ও আঞ্চলিক জলসীমার কাছাকাছি ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এই ছবি ধরা পড়েছে ভারতের পি-৮১ এ্যান্টি সাবমেরিন নজরদার বিমানের মাধ্যমে। চীনা যুদ্ধজাহাজের সঙ্গে রয়েছে ল্যান্ডিং প্লাটফর্ম ডক ও উভচর যানও। মলক্কা প্রণালী হয়ে ভারত মহাসাগর এলাকার ২২ দেশ নিয়ে তৈরি ইন্ডিয়ান ওশিয়ান রিম এ্যাসোসিয়েশন বা আইওআরএ-র জলসীমায় ঢোকার সময়েই চীন যুদ্ধ জাহাজগুলোর ওপর নজরদারি শুরু করা হয়। কূটনৈতিক মহলের একটি অংশের অবশ্য ব্যাখ্যা, ভূ-রাজনৈতিকভাবে ও ব্যবসায়িক দিক থেকে ভারত মহাসাগরের ওই এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই ২০০৮ সাল থেকেই সেখানে প্রভাব বিস্তার করার প্রচেষ্টা জারি রেখেছে বেজিং। জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য বছর দুয়েক আগে পূর্ব আফ্রিকার জিবুটিতে একটি ঘাঁটিও গড়ে তুলেছে তারা। সূত্রের খবর, সেখানে পরমাণু শক্তিসম্পন্ন সাবমেরিনও নিয়ে যাওয়া হয়। এদিকে, থাইল্যান্ডে এক বৌদ্ধ মন্দির থেকে তিন বছর আগে উদ্ধার করা বাঘের মধ্যে অর্ধেকের বেশি রোগে মারা গেছে। উদ্ধার করা বাঘগুলো পর্যটকদের প্রিয় আকর্ষণ হিসেবে ছিল। বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা সোমবার একথা বলেছেন। জাতীয় পার্কগুলোর কর্মকর্তা পাতারাপোল মার্নিওন বলেছেন, বাঘগুলো আন্তইননের কারণে ভুগছিল। এ থেকে স্বরযন্ত্রে পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় বাঘগুলো শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। সরকার পরিচালিত বন্যপ্রাণী অভয়ারণ্যে রাখা উদ্ধারকৃত ১শ’ ৪৭টি বাঘের মধ্যে ৮৬টি বাঘ মারা গেছে। ওয়াইল্ড লাইফ হেলথ ম্যানেজমেন্ট ডিভিশন দফতরের প্রধান পাতারাপোল বলেন, সরকারী ক্ষমতা বলে বাজেয়াফত এ ১শ’ ৪৭ বাঘের ডিএনএ ৬টি বাঘের মধ্যে চিহ্নিত করা যেতে পারে। এ ৬টি বাঘ মূল প্রজাতিজাত। -আনন্দবাজার ও এপি
×