ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে নতুন আইন : অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৭:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে নতুন আইন :   অর্থমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে ও খেলাপি ঋণ কমিয়ে আনতে আইন সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আইনী প্রক্রিয়ার দুর্বলতার কারণে ব্যাংকগুলো খেলাপি ঋণ আদায় করতে পারেনা উল্লেখ করে মন্ত্রী বলেন, আইন সংস্কারের পদক্ষেপ বাস্তবায়ন করতে পারলে এ খাতে শৃঙ্খলা ফিরবে। ব্যাংকিং কমিশন গঠনে উদ্যোগ নেয়ার চিন্তা থাকলেও তা এখনই বাস্তবায়ন হচ্ছেনা বলেও জানান মন্ত্রী।
×