ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি

প্রকাশিত: ০৫:২০, ১৭ সেপ্টেম্বর ২০১৯

ঝালকাঠিতে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় চলতি মাস থেকে নবেম্বর মাস পর্যন্ত ৩ মাস ব্যাপি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি করে অস্বচ্ছল পরিবারের মধ্যে চাল বিক্রি শুরু হয়েছে। ঝালকাঠি জেলায় ৩০ হাজার ৭শ ৬৪টি পরিবার এই সুবিধার আওতায় আনা হয়েছে। প্রতি মাসে সরকার ৯২২.৯২০ মে. টন চাল ভর্তুকি মূল্য দিয়ে সুবিধাভোগীদের মধ্যে বিক্রি করছে। প্রতি মাসে সরকার ৩ কোটি ২২ লাখ ৯০ হাজার টাকা ভর্তুকি দিয়ে এই গরীব পরিবারকে সহায়তা প্রদান করছে। সরকার মিল থেকে ৩৬ টাকা কেজি দরে চাল কিনে এই পরিবারের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করে। মূলত সরকার ৮.৫০ টাকা পায় এবং ডিলাররা ১.৫০ টাকা কমিশন পায়। ঝালকাঠির সদর উপজেলা সহ রাজাপুর, নলছিটি ও কাঠালিয়া উপজেলায় চাল বিক্রি শুরু হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ৭২০০ টি পরিবার নলছিটি উপজেলায় ১১০৮২ টি পরিবার, রাজাপুর উপজেলায় ৮৫৭৬টি পরিবার ও কাঠালিয়া উপজেলায় ৩৯০৬ টি পরিবার এই সুবিধা পাচ্ছে। ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা ওয়ার্ড ভিত্তিক সুবিধাভোগী তালিকা করে যাচাই বাছাই শেষে চুড়ান্ত বাছাইকৃত ব্যক্তিদের এই তালিকায় সুবিধাভোগী করা হয়েছে। সুবিধাভোগীরা দাবি করেছে সরকারের এই কর্মসূচির গরিব মানুষের জন্য একটি প্রসংশিত উদ্যোগ এবং বছরের ৫ মাসের পরিবর্তে ৮ মাস করে এই কর্মসূচি চালু করা হলে বাজারে জখন মাঝেমধ্যে চালের দাম বেরে যায় সেই সময় তারা পরিবারের চাহিদা সামাল দিতে পারত। প্রতিটি চাউল বিক্রয় কেন্দ্রের উপজেলা পর্যায় ১জন অফিসারকে টেগ অফিসার হিসেবে বিক্রিকালিন সময় সার্বক্ষণিক নিয়োজিত রাখা হয়েছে।
×